সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (জান্নাত):
জনাব ফাতেমা তুল জান্নাত জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত), নারায়ণগঞ্জ।সভাপতি (ভারপ্রাপ্ত), নারায়ণগঞ্জ জেলা রোভার।
বিশেষ অতিথি : জনাব রহিমা আক্তার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নারায়ণগঞ্জ।
ওয়ার্কশপ পরিচালক :জনাব শরীফ মোহাম্মদ আরিফ মিহিরকমিশনার, নারায়ণগঞ্জ জেলা রোভার।
তারিখ : ২৯/০৫/২০২২ খ্রিস্টাব্দ। রবিবার।স্থান : জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, নারায়ণগঞ্জ।
আরও উপস্থিত ছিলেন :
জনাব প্রদীপ কুমার দাসকোষাধ্যক্ষ, নারায়ণগঞ্জ জেলা রোভার।
জনাব সুলতান মিয়াসহকারী কমিশনার, নারায়ণগঞ্জ জেলা রোভার।
জনাব ফাতেমা মনিরসহকারী কমিশনার, নারায়ণগঞ্জ জেলা রোভার।
জনাব এইচএম ফারুকুল ইসলামসম্পাদক, নারায়ণগঞ্জ জেলা রোভার।
জনাব জানে আলম দিপুযুগ্ম সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা রোভার।
জনাব সবেনূর ললনাজেলা রোভার স্কাউটস লিডারনারায়ণগঞ্জ জেলা রোভার।
জনাব আবু খালেদ মো. রায়হানরোভার স্কাউটস লিডার প্রতিনিধিনারায়ণগঞ্জ জেলা রোভার।
জনাব জোনায়েদ আনজুম হৃদয়রেভার স্কাউটস লিডার প্রতিনিধিনারায়ণগঞ্জ জেলা রোভার।
জনাব মোহাম্মদ জাকির হোসাইনসহযোজিত সদস্য, নারায়ণগঞ্জ জেলা রোভার।
জনাব আতিকুর রহমানসিনিয়র রোভার মেট প্রতিনিধিনারায়ণগঞ্জ জেলা রোভার।
জনাব মো. নূর আলম জয়সিনিয়র রোভার মেট প্রতিনিধিনারায়ণগঞ্জ জেলা রোভার।
এবং বিভিন্ন ইউনিটের আরএসএল মণ্ডলী,সিনিয়র রোভার মেট বৃন্দ জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপে উপস্থিত থেকে জেলা রোভারের কর্মপন্থা বাস্তবায়ন ও কার্যক্রমকে আরও গতিশীল কারার জন্য মূল্যবান মতামত পেশ করেন।
প্রতিবেদক,আতিকুর রহমানসিনিয়র রোভার মেট সরকারি তোলারাম কলেজ রোভার স্কাউট গ্রুপ।জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধিবাংলাদেশ স্কাউটস নারায়ণগঞ্জ জেলা রোভার।সদস্য, মিডিয়া টিমবাংলাদেশ স্কাউটস নারায়ণগঞ্জ জেলা রোভার।