সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (জান্নাত):
নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর বাসষ্ট্যান্ড সাকিনস্থ চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের পশ্চিমপাশের বারাকাহ হাসপাতাল এর সামনে মূল সড়কের উপর একটি টয়োটা কার এ দুইজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য নিয়ে ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে।
রবিবার ২৯ মে র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ ক্যাম্প এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত সংবাদ প্রাপ্তির পর উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ০২ জন মাদক ব্যবসায়ী মোঃ ইব্রাহীম খলিলুল্লাহ (২৮), পিতা-আব্দুল মান্নান, মাতা-মৃত রুনু বেগম, সাং-পায়রা বন্দর (বটতলা), চান্দুখালী, থানা-বরগুনা সদর, জেলা-বরগুনা, এ/পি-কদমতলী চৌরাস্তা (মোঃ আফজাল হোসেনের বাড়ীর ভাড়াটিয়া), থানা-দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা-ঢাকা এবং মোঃ হেলাল (২২), পিতা মোঃ হারুন ফকির, মাতা-মোছাঃ তারাবানু, সাং-লক্ষীপাশা, ইউনিয়ন-আদাবাড়ীয়া, থানা-বাউফল, জেলা-পটুয়াখালী, এ/পি-সাং-আগানগর ঈমাম বাড়ী রোড, জিনজিরা, থানা-দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা-ঢাকা’দ্বয়কে ৩৪ বোতল বিদেশী মদ ও ১৮ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত ০১ টি টয়োটা কার উদ্ধার সহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।