সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (জান্নাত):
নারায়ণগঞ্জ শহরের বিনোদন হোক কিংবা সমাগমের কেন্দ্রবিন্দু বলতে বোঝায় চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার। শহর ও শহরতলীর যেকোন প্রান্তর থেকে এখানে লোকজন এসে জড়ো হয়। বিশেষ করে শহরের ভেতরে উন্মুক্ত স্থান তেমন একটি না থাকায় এই শহীদ মিনারে সকাল থেকে লোকসমাগম দেখা যায়।
বিগত দিনে সাধারণত সংস্কৃতি কর্মীদের আড্ডাস্থল ছিল এই শহীদ মিনার। তবে সাম্প্রতিক সময়ে সংস্কৃতিকর্মীদের স্থান দখল করে নিয়েছে বখাটে কিশোর গ্যাং আর ছিনতাইকারী চক্র।
গত (২৬ মে) রাত ১০ টার দিকে মিনারে বিভিন্ন জোড়া প্রেমিক প্রেমিকা ভিন্ন ভিন্ন জায়গায় লক্ষ্য করা যায়। এদের মধ্য অন্যতম এক জোড়া প্রেমিক প্রেমিকা দেখা যায় যারা নাকি রাত ১০ টা পর্যন্ত মিনারের মধ্যস্থলে বসে জুতা পায়ে নিয়ে নোংরামি করতে দেখা যায়।।
জানা গেছে, গত কয়েক বছর ধরেই নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া শহীদ মিনার যেন বিনোদন কেন্দ্রে কিছু অসাধু লোক বেছে নিয়েছে।
নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই শহীদ মিনারটি মানুষের অবসর সময় কাটানোর জন্য বেশ জনপ্রিয়তা পেয়েছে।
তবে এসব বিনোদন পিপাসুদের অন্তরালে শহীদ মিনারের পরিত্রতার রক্ষা না করে উল্টো পরিবেশ নোংরা করছে।
নারায়ণগঞ্জ শহরে বেশ কয়েকটি পার্ক সহ পর্যটন কেন্দ্র থাকলেও চাষাঢ়ার শহীদ মিনার বেশ বিনোদন কেন্দ্র হিসেবে বেশ জনপ্রিয়তা পেয়েছে।
চাষাঢ়া শহরের প্রধান সড়কের পাশে ছোট একটি জমিতে গড়ে ওঠা এই শহীদ মিনারের আয়তন ছোট হলেও বিনোদনের পরিধি কিন্তু ব্যাপক।
নারায়ণগঞ্জ শহরের যুগ যুগ ধরে এই শহীদ মিনারটি বিভিন্ন উৎসবে মুখরিত হয়ে উঠে। সারা শহর যখন ফাঁকা হয়ে গেছে তখনো বিনোদন পিপাসু মানুষদের পদচারণায় শহীদ মিনারটি মুখরিত হয়ে উঠে।
অন্যদিকে লক্ষ্য করা যায় মিনারে বেশ কিছু অবৈধ ফুচকা চটপটি ও সিগারেট সহ বিভিন্ন রকমের ভাসমান দুকান গড়ে উঠেছে।।
যার জন্য শহীদ মিনারে পা দিলেই বিভিন্ন ময়লা ও সিগারেট দিয়ে পুরো শহীদ মিনার ময়লা দিয়ে মাতিয়ে রেখেছে।
এদিকে শহীদ মিনার মানুষের বিনোদনের খোরাক মিটলেও মানুষজন তার পবিত্রতা নষ্ট করছে। শহীদ মিনারের যত্রতত্র জুতো পায়ে উঠে যাচ্ছে।
যেকারণে শহীদ মিনারের পবিত্রতা নষ্ট হচ্ছে। অথচ শহীদ মিনারে জুতো পায়ে আরোহনের কথা নিষেধ করে ব্যানার টানানো হলেও কারো টনক নড়ছেনা। সবাই যার যার ইচ্ছামত জুতো পায়ে উঠে বসে আছে। এসময় তারা নানা রকম খাবার খেয়ে তার উচ্ছিষ্ট যত্রতত্র ফেলে পরিবেশ নষ্ট করছে।এমনিতে সারা বছরই এই শহীদ মিনারে মানুষের ভিড় লক্ষ্য করা যায়। আর বিভিন্ন উৎসব অনুষ্ঠানের সময় বিনোদন প্রেমিকদের সেই ভিড় বেড়ে যায়।
এসময় মানুষের গুঞ্জন আর পদচারণায় পুরো শহীদ মিনার মুখরিত হয়ে উঠে। তবে শহীদ মিনারের পরিবেশটা সবসময়ই আনন্দ উৎসবে পরিপূর্ণ থাকে।
তাই শহরের মধ্যে মনোরম পরিবেশ খুঁজতে শহীদ মিনারটি মানুষের অন্যতম বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে।ওদিকে পূর্বে চাষাঢ়া শহীদ মিনারে সাংস্কৃতিক কর্মীদের পদচারণা দেখা গেলেও কয়েক বছর আগে সাংস্কৃতিক কর্মী আরিফ বুলবুলসহ কয়েকজন সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হওয়ার পরে সেখানে সাংস্কৃতিক কর্মীদের পদচারণা তেমন একটা দেখা যায়না।
বর্তমানে সেখানে বখাটে, ছিনতাইকারী ও কিশোর গ্যাংদের তৎপরতাও লক্ষনীয়।