সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (জান্নাত):
নারায়ণগঞ্জের ফলের বাজারগুলোতে উঠতে শুরু করেছে বিভিন্ন রকমের মৌসুমি ফল। যা নাকি নিম্নভিত্ত মানুষের না কেনার সার্মথ্য থাকেলেও দেখেই তৃপ্তি মিটাচ্ছে তারা।
আম কাঠালের মৌসুম পুরোদমে শুরু না হলেও বাজারে পাওয়া যাচ্ছে নানান জাতের ভিন্ন ধরনের আম,জাম,কাঠাল,লিচু,আরমুজ ও তরমুজ আরো হরেক রকমের ফল।
মঙ্গলবার (২৭মে) শহরের চারারগোপ ফলের আড়ৎ, ২নং রেলগেটের ফলপট্টি এলাকার ফলের দোকানগুলো ঘুরে এ দৃশ্য দেখা গেছে।
এসময় বাজারে আপেল, কমলা, মালটারসহ অন্যান্য ফলের পাশাপাশি কিছু কিছু দোকানে আম, কাঠাল,লিচুসহ অন্যান্য মৌসুমি ফল বিক্রি করতে দেখা গেছে। কিছু ফলের দাম সাধ্যমত হলেও বেশ কিছু ফল চড়া দামে বিক্রি হচ্ছে।
বাজারে গোবিন্দভোগ আম ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও গুটি আম আকারভেদে ১০০ টাকা থেকে শুরু করে ১৪০ টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে।
এছাড়াও জাতভেদে প্রতি একশ পিস লিচু বিক্রি হচ্ছে ৩০০থেকে ৪০০ টাকা।
তরমুজ বিক্রি হচ্ছে ১৫০ থেকে ৪০০ টাকা দামে।
জাম বিক্রি হচ্ছে ১২০ থেকে ২০০ টাকা দামে।
কাঠাঁল বিক্রি হচ্ছে ২০০ থেকে ৫০০ টাকার ও বেশি দামে।
আরমুজ বিক্রি চলছে ১০০ থেকে ১২০ টাকা দামে।।
পরিশেষে বলা যায় নারায়নগঞ্জের ফলপট্টি ও ২ নং ঘাট সহ বেশির ভাগ ফলের আড়ৎ জমে উঠেছে ভরপুর মৌসুমি ফলে।যা নাকি নিম্নভিত্ত মানুষের কেনার ক্ষমতা কম থাকলে ও উচ্চভিত্ত মানুষের ভিড় লক্ষ্য করার মত।