সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (সিয়াম):
নারায়ণগঞ্জে কিশের গ্যাং নির্মূলে সদর থানা পুলিশের অভিযানের সময় পাশে থাকায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনিরকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (২৫ মে) রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ নং ওয়ার্ড কাউন্সিলরেএ সচিব মোঃ ইমরান হোসেন জিসান।
বিষয়টি অবহিত করে নারায়নগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন কাউন্সিলর মনির।
জিসান জানান, পুলিশের সাথে কিশোর গ্যাং নির্মূলে অভিযান চলাকালীন সৈয়দপুর এলাকার মাতব্বর বাড়ীর সামনে থাকাকালীন সময় অজ্ঞাত এক ব্যক্তি কাউন্সিলরের ফোনে ফোন করে। এসময় কাউন্সিলর মনিরকে প্রানে মেরে ফেলার হুমকিও দেন সে ব্যক্তি।
এসময় হুমকিদাতা কাউন্সিলর মনির ও তার পরিবারের সদস্যদের ক্ষতি ও মামলা দিয়ে হয়রানি করার হুমকিও দেন।
এর আগে বুধবার (২৫ মে) সন্ধ্যা ৭ টায় কিশোর গ্যাং নির্মূলে বিশেষ অভিযান পরিচালনা করে সদর থানা পুলিশ। অভিযানে কাউন্সিলর মনিরুজ্জামান মনিরসহ নাসিকের কয়েকজন কাউন্সিলর ও জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।