সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক):
নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন আনিচুর রহমান মোল্লা।
এর আগে দীর্ঘদিন তিনি আড়াইহাজার থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শনিবার (২১ মে) বদলীসূত্রে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে পদায়ন করায় তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, বিপিএম(বার), পিপিএম(বার) ও নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম(বার) এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
ওসি আনিচুর রহমান মোল্লা বলেন, আমি যেন সুষ্ঠু ও সুন্দরভাবে আমার উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করতে পারি সেই লক্ষ্যে সকলের নিকট দোয়া প্রার্থনা করছি।