সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক):
ক্রমবর্ধমান বিভিন্ন সাইবার ক্রাইম হতে সুরক্ষা ও প্রয়োজনীয়তা সম্পর্কে পুলিশ সদস্য তথা নারী পুলিশ সদস্যদের সম্যক ধারণা থাকা প্রয়োজন। “সাইবার ক্রাইম ও সাইবার সুরক্ষা এবং ড্রেসরুল ও শৃঙ্খলা” বিষয়ে একটি সচেতনতামূলক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মে) পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলেনারায়ণগঞ্জ জেলা পুলিশে কর্মরত নারী পুলিশ সদস্যগণ ভার্চুয়াল প্লাটফর্মে এ অনুষ্ঠানে যুক্ত ছিলেন।
সাইবার ক্রাইম ও সাইবার সুরক্ষা বিষয়ে আলোচনা করেন, মাহফুজা লিজা, বিপিএম, বিশেষ পুলিশ সুপার (ইন্টারনাল অ্যাফেয়ার্স), এসবি, ঢাকা ও উন্নয়ন ও গবেষনা বিষয়ক সম্পাদক, বিপিডব্লিউএন এবং ড্রেসরুল ও শৃঙ্খলা বিষয়ে আলোচনা করেন আবিদা সুলতানা, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, লালমনিরহাট ও সহ-সমন্বয়ক রংপুর রেঞ্জ ও মেট্রো, বিপিডব্লিউএন। এতে অংশগ্রহণ করেন বাংলাদেশ পুলিশের সকল রেঞ্জ ও মেট্রোসহ বিভিন্ন ইউনিটের প্রায় ৫০০০ নারী পুলিশ সদস্য।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) শাওন শায়লা পিপিএম, নারায়ণগঞ্জসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার ৬০ জন নারী পুলিশ সদস্য এই ওয়েবিনারে অংশগ্রহণ করেন।