সকাল নারায়ণগঞ্জঃ
বাংলা সনের প্রথম মাস বৈশাখ, আর বৈশাখ মাসের ১ম তারিখে বাংলার নববর্ষ পালিত হয় বলে এই উৎসবের নাম “পহেলা বৈশাখ”। পুরোনো বছরের সকল দুঃখ-কষ্ট ভুলে, জীর্ণ ক্লান্ত মনের অবসান ঘটিয়ে বরণ করা হয় বাংলার নববর্ষকে।
পহেলা বৈশাখ উপলক্ষে সকলের মঙ্গল কামনায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলশোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ১ বৈশাখ, ১৪২৯ বঙ্গাব্দ সকালে এ মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন জেলা প্রশাসক (ডিসি) মোঃ মঞ্জুরুল হাফিজ ও পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম (বার)।
শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসন ও জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।