সকাল নারায়ণগঞ্জঃ
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ পুলিশ ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) আইজিপি হিসেবে ২য় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ পুলিশ অডিটরিয়াম, রাজারবাগ, ঢাকায় এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বুধবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় কনফারেন্স রুমে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম (বার)। তাঁর সাথে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জের বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ।
একইসাথে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে উক্ত অনুষ্ঠানটি প্রজেক্টর এর মাধ্যমে সরাসরি উপভোগ করে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দরা।