সকাল নারায়ণগঞ্জঃ
এলপি গ্যাসের বর্ধিত দাম প্রত্যাহার ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজ সকাল ১০ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাসদ নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা কমিটির সদস্য গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, বাসদ সোনারগাঁ উপজেলার সমন্বয়ক বেলায়েত হোসেন, বাসদ ফতুল্লা থানার সদস্যসচিব এস এম কাদির, চারণ সাংস্কৃতিক কেন্দ্র নারায়ণগঞ্জ জেলার আহŸায়ক প্রদীপ সরকার।
নেতৃবৃন্দ বলেন, খাদ্যপণ্যের দাম আকাশচুম্বি, সাধারণ মানুষের নাগালের বাইরে। এর মধ্যে প্রতি মাসেই সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধি মানুষকে আরও বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে।
আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বৃদ্ধির অজুহাতে গত ৩ মাসে এলপি গ্যাসের দাম ২৬১ টাকা বাড়ানো হয়েছে। সরকারের দুর্নীতি ও ভুলনীতির দায় দাম বৃদ্ধি কওে জনগণের উপর চাপানো হচ্ছে। গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাবনা নিয়ে গণশুনানিতে গ্যাস কোম্পানিগুলো মূল্য বৃদ্ধির কোন যৌক্তিকতা প্রমাণ করতে পারেনি।
নেতৃবৃন্দ আরও বলেন, নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ। নিত্য পণ্যের ব্যবসায়ীদের সিন্ডিকেট সরকার ভাঙতে পারেনি। টিসিবির মাধ্যমে যে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি তা নিয়েও প্রশ্ন উঠেছে। এতে খুব সামান্যই সাশ্রয় হচ্ছে গরীব মানুষদের। তাও লাইনে দীর্ঘ সময় দাড়িয়েও পাওয়া যায় না।
নেতৃবৃন্দ গ্যাসের বর্ধিত দাম অবিলম্বে প্রত্যাহার, সিন্ডিকেট ভেঙে দিয়ে নিত্য পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনা এবং গ্রাম ও শহরের গরীব মানুষকে আর্মি রেটে রেশন দেয়ার দাবি জানান।