সকাল নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জে শহরের প্রাণকেন্দ্র চাষাড়া থেকে শুরু করে ২নং রেলগেইট সহ আরও বিভিন্ন মেইন পয়েন্টে এই ব্যাটারিচালিত রিকশা, অটো ও সিএনজির কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
অপরদিকে চাষাড়া ট্রাফিক ফাড়ির উল্টো পাশে শহীদ মিনারের সাথে অবৈধ সিএনজি স্ট্যান্ড ও সোনালী ব্যাংকের সামনে সিএনজি স্ট্যান্ড এবং চাষাড়া সুগন্ধ্যা বেকারীর সামনে অটো স্ট্যান্ড ও ২নং রেল গেইট এর সামনে অবৈধ স্ট্যান্ড করার কারণে সৃষ্টি হয় যানজটের।
অটোরিকশা চালকরা জানায়, ট্রাফিক পুলিশ আমাদের গাড়ি ধরলে ১৫০০ টাকা রেকার বিল দিলে আবার ছেড়ে দেয়। আবার কিছু অনলাইনের সাংবাদিকরা মানতি নেয়, তখন আর গাড়ি ট্রাফিক পুলিশ ধরে না আমরা শহরে ঢুকতে পারি।
শুসীল সমাজ, রোগী ও ভুক্তভোগীদের দাবী, এসব অবৈধ স্ট্যান্ড বন্ধ না শহরে যানজট ও দূর্ঘটনা বন্ধ করা সম্ভব হবে না।
এবিষয়ে ট্রাফিক পুলিশ ব্যবস্থা নিবে বলেও কোন ব্যবস্থা নেয় না।