সকাল নারায়ণগঞ্জ: বাংলাদেশ পেশাজীবী পরিষদ এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক, নারায়ণগঞ্জ জেলার কৃতি সন্তান জাহিদুল আলমকে সাদা পোশাকে চট্টগ্রাম থেকে কিডন্যাপ করে দীর্ঘ ১২ ঘন্টা পার্শ্ববিক নির্যাতন ও সিগারেটের আগুন দিয়ে মুখমন্ডল পুড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গণ অধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলা’র আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, জাহিদুল আলম একজন সাদা মনের মানুষ। তিনি পেশাজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিন যাবৎ সুনামের সহিত কাজ করে যাচ্ছেন। ছাত্র জীবন থেকে তিনি অন্যায় অবিচার প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে সমাজ সেবার করেন। সাধারণ মানুষের অধিকার আদায়ে সর্বদা তিনি কাজ করেছেন। ছাত্র, যুবক, কৃষক, শ্রমিকসহ সাধারণ জণগনের অধিকার আদায়ে আন্দোলন সংগ্রামে তিনি অগ্রনী ভূমিকা রেখেছেন। বাংলাদেশ পেশাজীবী পরিষদ এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক জাহিদুল আলমের উপর সন্ত্রাসী কায়দায় হামলা ও নির্যাতনকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দাবি জানাই।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক মোঃ সাদ্দাম হোসেন ও আবু হানিফ, বাংলাদেশ যুব অধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলার আহবায়ক ও গণ অধিকার পরিষদ সমন্বয়ক ইঞ্জিনিয়ার মোঃ নাহিদ, যুব অধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব শাহরিয়ার তানভীর, ছাত্র অধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাহমুদুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আরিয়ান রিপন, যুব অধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহবায়ক কাজী তানজিলা তামান্না, শ্রমিক অধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহবায়ক মেহবুবা বিথী সহ ভূক্তভোগী বাংলাদেশ পেশাজীবী পরিষদ এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক জাহিদুল আলম প্রমুখ।