স্টাফ রিপোর্টার (আশিক): নারায়ণগঞ্জ থেকে বিদায় নিলেন জেলা প্রশাসক (ডিসি) মোস্তাইন বিল্লাহ। যুক্ত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. মঞ্জুরুল হাফিজ। ৫ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নারায়ণগঞ্জ সহ ১৩ জেলায় নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে। তবে আদেশে নারায়ণগঞ্জের জেলা প্রশাসককে কোথায় দেওয়া হয়েছে সেটা উল্লেখ করা হয়নি। তবে ১৬ জানুয়ারী নির্বাচনের কারণে নির্বাচন কমিশন ওই বদলী স্থগিত করেন। সোমবার (১৭ জানুয়ারী) আনুষ্ঠানিকভাবে মো. মঞ্জুরুল হাফিজ দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে ২০২১ সালের ৪ জানুয়ারী মোস্তাইন বিল্লাহ নারায়ণগঞ্জে যোগ দেন। তিনি ২১তম বিসিএস কর্মকর্তা। ২০১৯ সালের ২৩ জুন বরগুনায় জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন তিনি। বরগুনার জেলা প্রশাসক হওয়ার আগে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উপপরিচালক ছিলেন। মুস্তাইন বিল্লাহ মাগুরার শ্রীপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোল্লা নবুয়ত আলীর ছেলে।