সকাল নারায়ণগঞ্জ
আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) তৃতীয় নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনসহ নানা আইন ভঙ্গের কারণে বিভিন্ন প্রার্থীর সমর্থককে ৮টি মামলায় ৮ জনকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৫ জানুয়ারি) সকাল থেকে বিকাল ৫ টা পর্যন্ত ২৭টি ওয়ার্ডে ০৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নেতৃত্বে নাসিক নির্বাচনে এই অভিযান পরিচালনা করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) রহিমা আক্তার জানান, ২৭ টি ওয়ার্ডে ৯জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আচারণ বিধি লঙ্গন ও আইন বহির্ভূত কর্মকান্ড নজরদারি করা হচ্ছে। এর মধ্যে বুধবার (৫ জানুয়ারি) কাউন্সিলর প্রার্থীদের বেশ কয়েক জন কর্মী ও সমর্থকদের ২০১৬’ এবং সংশ্লিষ্ট আইন মোতাবেক ৮ টি মামলায় ৮ জনকে ৭ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
তিনি আরও জানান, নাসিক নির্বাচনে ২৭ টি ওয়ার্ডে ৯ জন ম্যাজিস্ট্রেটের মধ্য যারা দায়িত্ব পালন করছেন তারা হল নির্বাহী ম্যাজিস্ট্রেট কোহিনুর আক্তার, এস এম রাসেল ইসলাম নুর, মেহেদী হাসান ফারুক, আব্দুল মতিন খান, রুবাইয়া খানম, নুসরাত আরা খানম, সাব্বির আহমেদ ও ফাতেমা তুজ জোহরা।