সকাল নারায়ণগঞ্জঃ
নাসিক ১২ নং ওয়ার্ডের ভোটার স্লিপের কার্যক্রম উদ্বোধন
স্টাফ রিপোর্টার (আশিক): আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে ১২নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও কাউন্সিলর প্রার্থী শওকত হাসেম শকু ১২ নং ওয়ার্ডের ভোটার স্লিপের কার্যক্রম উদ্বোধন করেছেন।
সোমবার (৩ জানুয়ারি) কাউন্সিলর নির্বাচনী ক্যাম্পে এই কার্যক্রম উদ্বোধন করেন তিনি।
শকু বলেন, আমি জন্ম তারিখের মাধ্যমে যেই এপসটা চালু করেছি অর্থাৎ আমি ঘোষণা করেছি ভোটার স্লিপের দিন শেষ ডিজিটাল বাংলাদেশ। এখন আর আমরা আগের মতো ঘরে ঘরে গিয়ে ভোটার স্লিপ বিতরণ করবো না। আমার ভলেন্টিয়ারদের কাছে এই অ্যাপস দেয়া আছে।
চাইলে আপনারাও এটা ইন্সটল করে নিতে পারবেন। আমার হোয়াটস অ্যাপ, ইউটিউব একাউন্টে লিংক দেয়া আছে। অ্যাপসে আপনার ডেট অফ বার্থ দিলেই আপনি আপনার কেন্দ্র কোথায় সবকিছুই দেখতে পারবেন।