1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
নাসিক নির্বাচনে ১৬২ কাউন্সিলর পদপ্রার্থীর মনোনয়ন বৈধ - সকাল নারায়ণগঞ্জ
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৩:৫৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
‎মডেল মাসুদের পক্ষে ‎দেওভোগে ক্ষতিগ্রস্থ স্কুল পরিদর্শন করলেন মনির জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বাসদের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ এই জোড়া খুনের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করার দাবী জানাচ্ছি,টিপু… স্বাধীনতা বিরোধিতার দায় এখনও বহন করছে জামায়াত — মনির কাসেমী আইনভঙ্গে বেপরোয়া সিগারেট কোম্পানি, সরকারকে কঠোর পদক্ষেপের আহ্বান দিনে ৪৪২ জনের মৃত্যু রোধে সমাবেশ ও কফিন র‍্যালি জমি নিয়ে বিরোধে স্বেচ্ছাসেবক দলের মারধরের শিকার জামায়াত নেতা জনপ্রতিনিধি হলে প্রত্যেক ওয়ার্ডে মা বোনদের জন্য কল্যাণ কার্ড করে দিয়ে যাব: টিপু  বেপরোয়া বাইক-বাস-ব্যাটারি চালিত বাহন, নেই শৃঙ্খলাপ্রতিদিন পথে ঝরেছে ১৫ প্রাণ : সেভ দ্য রোড বৃষ্টিতে ভিজেও মানবিক সচেতন মূলক কাজ করে যাচ্ছেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা 

নাসিক নির্বাচনে ১৬২ কাউন্সিলর পদপ্রার্থীর মনোনয়ন বৈধ

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ১৪২ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

১৬ই জানুয়ারী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে সাধারণ কাউন্সিলর পদে ১৬২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকতা মাহফুজা আক্তার।

সোমবার (২০ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত নির্বাচন কমিশনের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠানে এ ঘোষণা করা হয়। তবে চারজন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। ২৭টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র বৈধ প্রার্থীরা হলেন-

১ নম্বর ওয়ার্ডে মনোনয়নপত্র বৈধ ৭ প্রার্থী হলেন- বর্তমান কাউন্সিলর ওমর ফারুক, মাহমুদুর রহমান, হাজী মো. আনোয়ার ইসলাম, মো. আবদুর রহিম, মো. জাহিদুল ইসলাম, হাজী আব্দুল মালিক, মো. মাহাবুব আলম।

২  নম্বর ওয়ার্ডে মনোনয়ন বৈধ ১০ প্রার্থী হলেন- বর্তমান কাউন্সিলর ইকবাল হোসেন, সামসুল আলম, মো. কামাল হোসেন, মো. ইসমাইল, মো. আমিনুল হক ভুঁইয়া, মো. আবুবকর সিদ্দিক, মো. রহিম উদ্দিন, সোহরাব হোসেন, সুলতান গিয়াস উদ্দিন, আ. হেকিম। তবে মনোনয়ন দাখিলকারী শফিকুল ইসলাম জামিনদাতা ঋন খেলাপি হওয়ায় তার মানোনয়ন বাতিল করেছেন রিটাণিং কর্মকর্তা।
 ৩ নম্বর ওয়ার্ডে মনোনয়ন বৈধ ৬ প্রার্থী হলেন- বর্তমান কাউন্সিলর মো. শাহ্জালাল বাদল, এ আর ফররুখ আহমাদ, চাঁদনী আক্তার জ্যোতি, আলমগীর, ইরান, তোফায়েল হোসেন প্রার্থী হয়েছেন। বর্তমান কাউন্সিলর শাহ্জালাল বাদল সাত খুন মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনের ভাতিজা।

৪ নম্বর ওয়ার্ডে মনোনয়ন বৈধ ৫ প্রার্থী হলেন- বর্তমান কাউন্সিলর আরিফুল হক হাসান, নুর উদ্দিন মিয়া, নজরুল ইসলাম, বিল্লাল হোসেন, জহিরুল হক। এই ওয়ার্ডেরও বর্তমান কাউন্সিলর আরিফুল হক হাসানের পিতা মতিন মাষ্টার কেন্দ্রীয় শ্রমিক লীগের নেতা। নুর উদ্দিন মিয়া সাত খুন মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনের ভাই।

৫ নম্বর ওয়ার্ডে মনোনয়ন বৈধ ৮ প্রার্থী হলেন- বর্তমান কাউন্সিলর গোলাম মুহাম্মদ সাদরিল, জাহাঙ্গীর আলম, কুতুব উদ্দিন, ইসমাইল, আনিসুর রহমান, কানিজ ফাতেমা, মিজানুর রহমান, কবির হোসেন প্রার্থী হয়েছেন। এই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর সাদরিল সাবেক সাংসদ মুহাম্মদ গিয়াস উদ্দিনের ছেলে।

৬ নম্বর ওয়ার্ডে মনোনয়ন বৈধ ৭ প্রার্থী হলেন- বর্তমান কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি মতিউর রহমান, সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম, এস এম আসলাম, মজিবুর রহমান মন্ডল, মোহাম্মদ মিজানুর রহমান, রোকেয়া রহমান, আল মামুনুর রশীদ প্রার্থী হয়েছেন। এই ওয়ার্ডে বর্তমান ও সাবেক কাউন্সিলরের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বীতার সম্ভবনা রয়েছে।

৭ নম্বর ওয়ার্ডে মনোনয়ন বৈধ ১৩ প্রার্থী হলেন- সাবেক ছাত্রনেতা মোহাম্মদ ফজলুল হক, নবাব আলী, সালাউদ্দিন, মহসীন শেখ, মেহেদী হাসান, সবুজ শেখ, মোহাম্মদ মিজানুর রহমান, আলাউদ্দিন ভুঁইয়া, তানজীম কবির সজীব, তৌহিদ কবির, নুরুল আমিন দুলাল, মোহাম্মদ মুশফিকুর, সানোয়ার হোসেন। এই ওয়ার্ডের কাউন্সিলর আলী হোসেন আলা কিছুদিন পূর্বে মারা গেছেন।

৮ নম্বর ওয়ার্ডে মনোনয়ন বৈধ ৮ প্রার্থী হলেন- বর্তমান কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা রুহুল আমিন, মহসিন ভুঁইয়া, সোহেল রানা, মেহবুব হাসান ফারুকী, সালাহ উদ্দিন আহম্মেদ, তারক নাথ সাহা, যুবদল নেতা সাগর প্রধান, দেলোয়ার হোসেন খোকন।

৯ নম্বর ওয়ার্ডে মনোনয়ন বৈধ ৬ প্রার্থী হলেন- বর্তমান কাউন্সিলর ইস্রাফিল প্রধান, রোকশত আলী, মোহাম্মদ মাসুদুর রহমান, বিল্লাল হোসেন, সুমনুর রহমান। বর্তমান কাউন্সিলর ইস্রাফিল প্রধান বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তবে গত সংসদ নির্বাচনের সময় আওয়ামী লীগে যোগ দেন তিনি।

১০ নম্বর ওয়ার্ডে মনোনয়ন বৈধ ৩ প্রার্থী হলেন- বর্তমান কাউন্সিলর ইফতেখার আলম খোকন, মোহাম্মদ লিয়াকত আলী, সিরাজ খান।১১ নম্বর ওয়ার্ডে মনোনয়ন বৈধ ৭ প্রার্থী হলেন- বর্তমান কাউন্সিলর জমশের আলী ঝন্টু, মহসীন উল্লাহ, সাইফুল হাসান, অহিদুল ইসলাম, আনোয়ার হোসেন মুক্তি, শাহাদাত হোসেন, সেলিম আহমেদ হেনা।

১২ নম্বর ওয়ার্ডে মনোনয়ন বৈধ ৩ প্রার্থী হলেন- বর্তমান কাউন্সিলর মোহাম্মদ শওকত হাসেম শকু, নাইম হোসেন, সেলিম খান।

১৩ নম্বর ওয়ার্ডে মনোনয়ন বৈধ ৭ প্রার্থী হলেন- বর্তমান কাউন্সিলর মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, রবিন হোসেন, এসএম মোজাম্মেল হক মামুন, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি রবিউল হোসেন, লিটন, শাহ ফয়েজ উল্লাহ, শায়েক রেজা। এই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ করোনাকালে মৃতদেহের সৎকার করে ব্যাপক আলোচিত হয়েছিলেন। তবে সম্প্রতি এক নারী কেলেঙ্কারিতে সমালোচিতও হয়েছেন তিনি।

১৪ নম্বর ওয়ার্ডে মনোনয়ন বৈধ ৫ প্রার্থী হলেন- বর্তমান কাউন্সিলর ও জাতীয় পার্টির নেতা শফি উদ্দিন প্রধান, সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান মনির, আলিফ হাবিব, দিদার খন্দকার, মাসুম আহম্মেদ।

১৫ নম্বর ওয়ার্ডে মনোনয়ন বৈধ ৫ প্রার্থী হলেন- বর্তমান কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, মো. রাসেল, খোকন সাহা, জিএম আরমান, মাকসুদ হোসেন রকি। বর্তমান কাউন্সিলর ও বাসদ নেতা অসিত বরণ বিশ্বাস গত দুইবারের নির্বাচিত কাউন্সিলর।

১৬ নম্বর ওয়ার্ডে মনোনয়ন বৈধ ৪ প্রার্থী হলেন- বিএনপি নেতা মাকিদ মোস্তাকিম শিপলু, সাইদুল ইসলাম, সাবেক কাউন্সিলর ওয়ায়দুল্লাহর ভাতিজা রিয়াদ হাসান, হোসিয়ারি সমিতির পরিচালক কবির হোসেন। এই ওয়ার্ডের কাউন্সিলর নাজমুল আলম সজল এইবার নির্বাচনে অংশ নেননি। তিনি তার বন্ধু কবির হোসেনকে সমর্থন দিয়েছেন।

১৭ নম্বর ওয়ার্ডে মনোনয়ন বৈধ ৬ প্রার্থী হলেন- বর্তমান কাউন্সিলর আব্দুল করিম বাবু, মোস্তাক হোসেন, অলিউদ্দিন ভুঁইয়া, ফারহানা করিম, তাহের উদ্দিন আহমেদ সানি, শেখ মোহাম্মদ হাছান আলী।

১৮ নম্বর ওয়ার্ডে মনোনয়ন বৈধ ৭ প্রার্থী হলেন- বর্তমান কাউন্সিলর কবির হোসেন, হান্নান মিয়া, মকসুদুর রহমান জাবেদ, বর্তমান কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসাইন, সাবেক কাউন্সিলর ও মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না, রাজিবুল হাসান, খলিলুর রহমান, শাকিল হোসেন।

১৯ নম্বর ওয়ার্ডে মনোনয়ন বৈধ ৩ প্রার্থী হলেন- বর্তমান কাউন্সিলর ফয়সাল মো. সাগর, আলমগীর হোসেন, মোখলেছুর রহমান চৌধুরী।২০ নম্বর ওয়ার্ডে মনোনয়ন বৈধ ৫ প্রার্থী হলেন-  বর্তমান কাউন্সিলর গোলাম নবী মুরাদ, জাহাঙ্গীর, শাহেন শাহ আহম্মেদ, সহিদুল হাসান মৃধা, হাছান মাসুম মিয়া।

২১ নম্বর ওয়ার্ডে মনোনয়ন বৈধ ৫ প্রার্থী হলেন- বর্তমান কাউন্সিলর ও বিএনপি নেতা হান্নান সরকার, আজিজুল হক, নুর হোসেন, শাহীন মিয়া, রমজান হোসেন। তবে এ ওয়ার্ডে মনোনয়ন দাখিলকারী ফকির উল্লাহ ঋন খেলাপি হওয়ায় তার মানোনয়ন বাতিল করেছেন রিটাণিং কর্মকর্তা।

২২ নম্বর ওয়ার্ডে মনোনয়ন বৈধ ৪ প্রার্থী হলেন-  যুবলীগ নেতা মাসুদ খাঁন ওরফে খান মাসুদ, শাহ আলম, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি ইসরাত জাহান খাঁন (স্মৃতি), মোহাম্মদ আব্দুল কুদ্দস। এই ওয়ার্ডে মাসুদ খান ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন। তবে তার বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও কিশোর গ্যাং এর শেল্টারদাতা হিসেবে নানা অভিযোগ রয়েছে।তবে এ ওয়ার্ডে মনোনয়ন দাখিলকারী বর্তমান কাউন্সিলর ও বিএনপি নেতা সুলতান আহম্মেদ ভুঁইয়া, কাজী জহিরুল ইসলাম ঋন খেলাপি হওয়ায় তাদের মানোনয়ন বাতিল করেছেন রিটাণিং কর্মকর্তা।

২৩ নম্বর ওয়ার্ডে মনোনয়ন বৈধ ৪ প্রার্থী হলেন-  বর্তমান কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান, লিটন মিয়া, হান্নান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউছার আশা। এই ওয়ার্ডে দুলাল প্রধান ও আবুল কাউছার আশার হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভবনা রয়েছে। আবুল কাউছার আশার বাবা আবুল কালাম নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ। তিনি মহানগর বিএনপিরও সভাপতি। আশার দাদাও সংসদ সদস্য ছিলেন।

২৪ নম্বর ওয়ার্ডে মনোনয়ন বৈধ ৭ প্রার্থী হলেন-  বর্তমান কাউন্সিলর আফজাল হোসেন, উজ্জল হোসেন, আমজাদ হোসেন, আশ্রাফুল ইসলাম, মোসা. নুর জাহান, আব্দুস সাত্তার, মোহাম্মদ খোকন।

২৫ নম্বর ওয়ার্ডে মনোনয়ন বৈধ ৫ প্রার্থী হলেন-  বর্তমান কাউন্সিলর এনায়েত হোসেন, মোশারফ হোসেন, সাইদুর রহমান, সামছুল আলম, বর্তমান কাউন্সিলর এনায়েত হোসেন, মোহাম্মদ বেলায়েত হোসেন।

২৬ নম্বর ওয়ার্ডে মনোনয়ন বৈধ ৭ প্রার্থী হলেন- বর্তমান কাউন্সিলর মো. সামসুজ্জোহা, আনোয়ার হোসেন, ইলিয়াস, মোজাম্মেল হক, মোহাম্মদ সুমন রহমান, আকতার হোসেন, আলী হোসেন।

২৭ নম্বর ওয়ার্ডে মনোনয়ন বৈধ ৫ প্রার্থী হলেন- ফারুক, মো. ফারুক, সিরাজুল ইসলাম, আসাদুজ্জামান বাদল, আলমগীর মিয়া। এই ওয়ার্ডের কাউন্সিলর কামরুজ্জামান বাবুল কয়েক মাস পূর্বে মারা গেছেন।

সংরক্ষিত নারী আসন- ১ (১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড) মনোনয়ন বৈধ ৬ প্রার্থী হলেন-  বর্তমান কাউন্সিলর মাকসুদা মোজাফফর, শামীম আরা লাভলী, জিয়াসমিন আক্তার জুথি, নাজমা বেগম, আশুরা বেগম, চম্পা ভুঁইয়া।

সংরক্ষিত নারী আসন- ২ (৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড) মনোনয়ন বৈধ ৪ প্রার্থী হলেন- বর্তমান কাউন্সিলর মনোয়ারা বেগম, সুমি বেগম, ডলি আক্তার, জান্নাতুল ফেরদৌস নীলা প্রতিদ্বন্দ্বীতা করছেন।

সংরক্ষিত নারী আসন- ৩ (৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড) মনোনয়ন বৈধ ৬ প্রার্থী হলেন-  বর্তমান কাউন্সিলর আয়শা আক্তার দিনা, মিতু রহমান, রেহানা পারভীন, তাসনুভা নওরীন ইসলাম, শারমিন শাকিল মেঘলা, জাহানারা হাকিম।সংরক্ষিত নারী আসন- ৪ (১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ড) মনোনয়ন বৈধ ৩ প্রার্থী হলেন-  বর্তমান কাউন্সিলর মিনোয়ারা বেগম, নুপুর বেগম, মৌসুমি ভুঁইয়া।

সংরক্ষিত নারী আসন- ৫ (১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ড) মনোনয়ন বৈধ ২ প্রার্থী হলেন- বর্তমান কাউন্সিলর শারমিন হাবীব বিন্নি জেলা নারী সংহতি আন্দোলনের সাধারণ সম্পাদক পপি রানী সরকার। তবে এ ওয়ার্ডে মনোনয়ন দাখিলকারী মহানগর মহিলা দলের সভাপতি ও সাবেক কাউন্সিলর দিলারা মাসুদ ময়না ঋন খেলাপি হওয়ায় মানোনয়ন বাতিল করেছেন রিটাণিং কর্মকর্তা।

সংরক্ষিত নারী আসন- ৬ (১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ড) মনোনয়ন বৈধ ৩ প্রার্থী হলেন- বর্তমান কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা হাসান, সানজিদা আহমেদ জুয়েলী, সাবেক কাউন্সিলর খোদেজা খানম নাসরীন।

সংরক্ষিত নারী আসন- ৭ (১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ড) মনোনয়ন বৈধ ৪ প্রার্থী হলেন- বর্তমান কাউন্সিলর শিউলী নওশাদ, নুরুন্নাহার বেগম, মায়ানুর আহমেদ, শারমিন ইসলাম।

সংরক্ষিত নারী আসন- ৮ (২২, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ড)  মনোনয়ন বৈধ ৪ প্রার্থী হলেন- বর্তমান কাউন্সিলর শাওন অংকন, শাহনাজ আক্তার ভুঁইয়া, ডলি বেগম, সুরাইয়া ভুঁইয়া।  

সংরক্ষিত নারী আসন- ৯ (২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ড) মনোনয়ন বৈধ ৩ প্রার্থী হলেন-  বর্তমান কাউন্সিলর হোসনে আরা, সানিয়া আক্তার, শাহী ইফাৎ জাহান।  

উল্লেখ্য, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে সাধারণ ও সংরক্ষিত নারী আসনে ২০২ জন কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত ১৫ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ 

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL