স্টাফ রিপোর্টার (আশিক): নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শুধু ভোটার আইডির ভুলের কারণে ছয় বছর ধরে প্রয়াত এক স্কুলশিক্ষকের স্ত্রী তার স্বামীর পেনশনের টাকা উত্তোলন করতে না পেরে রাস্তায় ভিক্ষা করে মানবেতর জীবনযাপন করছেন।
স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে এ খবর পাওয়া মাত্র বন্দরের ইউএনও শুক্লা সরকার ওই অসহায় নারী মায়া বেগমকে তার কার্যালয়ে (১৫ সেপ্টেম্বর) সকালে ডেকে আনেন।
সংশ্লিষ্ট সব দপ্তরে নিজে যোগাযোগ করে বিধবা ওই নারীর সমস্যা দ্রুত সমাধান করে পেনশন পাওয়ার বাধা দূর করার তাগিদ দেন।
শুধু তাই নয়, স্কুলশিক্ষকের কোনো সন্তান না থাকায় তার জীবিকা নির্বাহের জন্য নিজ উদ্যোগে একটি দোকান এবং কেউ তাকে দুই শতাংশ জমি দান করলে সেখানে সরকারি খরচে একটি ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস দিয়েছেন ইউএনও।
ইউএনও শুক্লা সরকারের এই মহানুভবতায় আপ্লুত মায়া বেগম বলেন, বন্দরের নির্বাচন অফিসের কর্মকর্তাদের গাফিলতির কারণে গত ছয়টি বছর অনাহারে-অর্ধাহারে ভিক্ষা করে জীবনযাপন করছি। বছরের পর বছর ধরে আমার জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধনের অনুরোধ জানিয়ে এলেও তারা আমাকে নানা অজুহাতে অফিস থেকে বের করে দিয়েছে।
সম্প্রতি আমার স্বামীর সহকর্মী মো. হাকিম মাস্টারের ছেলে আলোকিত বাংলাদেশের সাংবাদিক হাজী সফিকুল ইসলাম আমাকে রাস্তায় ভিক্ষা করতে দেখে সব কথা শুনে ইউএনও ম্যাডামের কাছে নিয়ে যান। তিনি আমার কথা শুনে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরে নিজে ফোন করে দ্রুত আমার ভোটার আইডি সংশোধনে প্রয়োজনীয় সব কাজ দ্রুত শেষ করার তাগিদ দেন। আমি প্রাণ খুলে ইউএনও ম্যাডাম এবং সাংবাদিকদের জন্য দোয়া করছি।