সকাল নারায়ণগঞ্জঃ
স্বাধীণতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ উপলক্ষ্যে বৃক্ষরোপন, সেলাই মেশিন বিতরণ, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী সোমবার (১৭ আগষ্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত এ সকল কর্মসূচী পালন করা হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: মনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন।
এসময় জেলা পরিষদর প্রাঙ্গণে রূপালী আমের চারাসহ অন্যান্য বৃক্ষরোপন করা হয়েছে। বৃক্ষরোপন শেষে জেলা পরিষদে প্রশিক্ষণকৃত ২০ জন নারীর মাঝে ২০টি সেলাই মেশিন ও এক হাজার চারশত করে টাকা বিতরণ করা হয়। পরে বাদ জোহর জেলা পরিষদের সকল সদস্যদের নিয়ে পরিষদের অডিটোরিয়ামে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়ায় বঙ্গবন্ধুসহ ১৫ই আগষ্টে দুর্বৃত্তদের বুলেটের আঘাতে নিহত সকলের রূহের মাগফেরাত, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়সহ জীবিত সকল সদস্যদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়।
এতে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যানের স্ত্রী রাজিয়া সুলতানা, পরিষদ সদস্য ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান, জাহাঙ্গীর হোসেন, মো. ফারুক হোসেন, মোস্তফা চৌধুরী, আলী নুর, এড. মাহমুদা মালা, এড. নুরজাহান বেগম।
এছাড়াও জেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য সামসুজ্জামান ভাষানী, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোঃ ওয়ালি উল্যাহ, প্রশাসনিক কর্মকর্তা কে এম রাশেদুজ্জামান, উপ-সহকারী প্রকৌশলী আবু আশরাফুল হাসান, উপ-সহকারী প্রকৌশলী কাঞ্চন কুমার পালিত, চেয়ারম্যানের এপিএস কামরুল হাসান, সায়মন, নাজমুল সহ পরিষদর সকল কর্মকর্তা-কর্মচারী এসময় উপস্থিত ছিলেন।