সকাল নারায়ণগঞ্জঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ফতুল্লা থানা আওয়ামীলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১৫ আগষ্ট) বিকালে পঞ্চবটিস্থ ফতুল্লা থানা আওয়ামীলীগের কার্যালয়ে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে নেওয়াজও বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন থানা আওয়ামীলীগের সভাপতি ও কাশিপুর ইউপি চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদল, সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মো. শওকত আলী, সহ-সভাপতি মোস্তফা কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন লিটন, এম এ মান্নান, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোস্তফা হোসেন চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক নাছিমা আক্তার বিউটি, কোষাধ্যক্ষ মীর জাকারিয়া জাকির, সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রেহান শরীফ বিন্দু, সহ-দপ্তর সম্পাদক রাজীব হোসেন মিঠু, সদস্য রঞ্জিত মন্ডল, আবু মো. শরীফুল হক প্রমুখ।
দোয়ার পূর্বে থানা আওয়ামীলীগের কার্যালয় সংস্কার করার লক্ষ্যে আর্থিক সহযোগীতা করার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান রাখেন। এসময় থানা আওয়ামীলীগের সহ-সভাপতি মোস্তফা কামাল ১০ লাখ টাকা দেয়ার ঘোষনা দেন। এছাড়া মজিবুর রহমান, রঞ্জিত মন্ডল, মীর জাকারিয়া জাকির, রাজীব হোসেন মিঠু চারজনে চার লাখ টাকা এবং আব্দুল হামিদ নামে এক ব্যক্তি ২ লাখ টাকা দেয়ার ঘোষণা দেন।
দোয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগষ্টে দুস্কৃতিকারীদের বুলেটের আঘাতে যারা মৃত্যুবরণ করেছেন তাদের, ভাষা সৈনিক, স্বাধীণতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা প্রয়াত একেএম শামসুজ্জোহা, মাতা প্রয়াত ভাষা সৈনিক নাগিনা জোহা, বড় ভাই প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানসহ ওসমান পরিবারের মৃত সকল সদস্যদের রূহের মাগফেরাত কামনা এবং নারায়ণগঞ্জের মাটি ও মানুষের নেতা নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, তার স্ত্রী লিপি ওসমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।