সকাল নারায়ণগঞ্জঃ
খুলনা জেলার রূপসা উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়নের শিয়ালী গ্রামে হিন্দু পল্লীতে মন্দির আক্রমণ ও ভাংচুর, লুটতরাজের প্রতিবাদে এবং সারাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন কর্মসূচী ও বিক্ষোভ মিছিল করেছে জেলা ও মহানগর পূজা পরিষদ।
আজ বুধবার (১১ আগষ্ট) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বারবার সংখ্যালঘু গোষ্ঠীর উপর হামলা হলেও আমরা সঠিক কোনো বিচার পাই না। সকল অপরাধীকে আইনের আওতায় এনে সর্বোচ্চ কঠোর শাস্তি দাবি করেন নেতৃবৃন্দরা।
এসময় জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন বলেন, নারায়ণগঞ্জেও কিছু ব্যক্তি সাম্প্রদায়িকতা সৃষ্টির চেষ্টা করছে। মাসদাইরে মহাশ্মশানের উন্নয়ন কাজ চলছে, তবে শ্মশানের মাটি কবরে ফেলা নিয়ে একটি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যারা এ পরিস্থিতি সৃষ্টি করেছে আমরা তাদের প্রতি নিন্দা জানাই। যদি শ্মশানের মাটি কবরস্থানে ফেলায় কোনো ধর্মীয় বিধি-নিষেধ থাকে তাহলে সেদিকে খেয়াল করা দরকার ছিলো। অন্যথায় যদি এ কারণে সাম্প্রদায়িকতার সৃষ্টি হয় তাহলে সংশ্লিষ্ট সংস্থা দায়ী থাকবে বলেও উচ্চারণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন জেলা পূজা পরিষদের সভাপতি দীপক কুমার সাহা, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, মহানগর পূজা পরিষদের সভাপতি অরুন দাস, সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা, সদর উপজেলা পূজা পরিষদের সভাপতি রঞ্জিত মন্ডল, সকল থানা-উপজেলার নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী।