সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক):
সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগরে ইউনিয়নে করোনার গণটিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (০৭ আগষ্ট) সকালে ইউনিয়নের হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়নের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামীলীগের সহ-সভাপতি আসাদুজ্জামান।
প্রধানমন্ত্রীর নির্দেশে করোনা প্রতিরোধে
এবং দেশের মানুষের মাঝে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার লক্ষ্যে এদিন সকাল থেকেই দেশব্যাপী গণটিকা কার্যক্রম শুরু হয়।
সকাল ৯টায় শুরু হওয়া এ কার্যক্রম শেষ হয় বিকেলের দিকে। এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ১নং ওয়ার্ডের মেম্বার সালাউদ্দিন আহম্মেদ।
টিকা কার্যক্রমের উদ্বোধন শেষে আসাদুজ্জামান চেয়ারম্যান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই এমন মহৎ একটি উদ্যোগ নেয়ার জন্য।
আমরা সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে নারী, মুক্তিযোদ্ধাসহ ২৫ বছর বয়সী সকলকে টিকা দিচ্ছি। তবে, ওয়ার্ডবাসীর তুলনায় এ টিকা খুবই অপ্রতুল। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন থাকবে যে, সামনের দিনগুলোতে যাতে আরও বেশী টিকা দেয়া হয়।
এদিকে, আজ সকাল থেকে দেশব্যাপী একযোগে ২৫ বছরের বেশী বয়সী নারী-পুরুষ, প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধাদের প্রাধান্য দিয়ে করোনার গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে।