সকাল নারায়ণগঞ্জঃ
করোনা ভাইরাসে সংক্রমনের উর্ধ্বগতি রুখে দিতে এবং দেশের মানুষের মাঝে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার লক্ষ্যে আজ শনিবার (০৭ আগষ্ট) থেকে দেশব্যাপী গণটিকা কার্যক্রম শুরু হয়েছে।
সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নেও এদিন সকাল ৯টা থেকে শুরু হয় এ গণটিকা কার্যক্রমের। এ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী।
সকাল ৯টায় কার্যক্রম শুরু হলেও সকাল আটটা থেকেই টিকা প্রত্যাশীদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে।
টিকা কার্যক্রমের উদ্বোধন শেষে চেয়ারম্যান শওকত আলী বলেন, মুক্তিযোদ্ধা, নারী, বয়স্ক এবং প্রতিবন্ধীদের অগ্রাধিকার ভিত্তিতে এই টিকা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, ইউনিয়নের ৩ টি ওয়ার্ডের বাসিন্দাদের এখানে টিকা দেওয়া হচ্ছে। এই কার্যক্রম বিকেল ৩টা পর্যন্ত চলবে।
এদিকে, আজ থেকে দেশব্যাপী একযোগে ২৫ বছরের বেশী বয়সী নারী-পুরুষ, প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধাদের প্রাধান্য দিয়ে করোনার গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে।