সকাল নারায়ণগঞ্জঃ
এবার অল্পের জন্য জরিমানার হাত থেকে রক্ষা পেলেন শহরের আলোচিত সমালোচিত ব্যবসায়ী ফজল আলী। অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তায় বের হওয়ায় চাষাড়া মোড়ে ব্যাটালিয়ন আনসার সদস্যদের বাধার সম্মুখীন হন তিনি।
শনিবার (২৪ জুলাই) দুপুরে শহরের চাষাড়া এলাকায় ঘটে এ ঘটনা।
নিষেধাজ্ঞা অমান্য করে নিজের গাড়ি নিয়ে বের হওয়ায় ঈদের আগে ম্যাজিষ্ট্রেটের কাছে জরিমানা গুনতে হয়েছিলো শহরের আলোচিত সমালোচিত এ ব্যবসায়ীকে। এবার ঈদুল আযহার পর কঠোর লকডাউনের ২য় দিনেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বাধার মুখে পড়েন ফজর আলী। এবার তিনি নিজের গাড়ি না নিয়ে রিক্সায় করে বের হয়েছিলেন। তখন তাকে রিক্সা থেকে নেমে পায়ে হেটে যেতে বলেন ব্যাটালিয়ন আনসার সদস্যরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরের দিকে একজনকে সঙ্গে নিয়ে রিক্সায় করে চাষাড়ায় আসলে তাদের রিক্সা থামায় বিজিবির সদস্যরা। এসময় বাইরে বের হওয়ার কারণ জিজ্ঞাসা করলে, যুক্তিসংগত কোনো কারণ বলতে না পারায় ফজল আলী ও তার সঙ্গীকে রিক্সা থেকে নামিয়ে দেয় ব্যাটালিয়ন আনসার সদস্যরা। পরে তারা পায়ে হেটে চলে যায়।
তবে এবার কোনো জরিমানা গুনতে হয়নি ফজর আলীকে।
উল্লেখ্য, ঈদের আগেও সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নিজের গাড়ি নিয়ে বাইরে বের হওয়ায় ম্যাজিষ্ট্রেটের বাধার সম্মুখীন হন ফজর আলী। তখন তাকে ২ হাজার টাকা জরিমানাও করেছিলেন জেলা প্রশাসনের এক নির্বাহী ম্যাজিস্ট্রেট।