সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক)
মহামারী করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় সরকার ঘোষিত দ্বিতীয় দফায় কঠোর লকডাউন চলমান রয়েছে। আর এই কঠোর লকডাউন সারাদেশের মতো নারায়ণগঞ্জেও চলমান রয়েছে। কঠোর লকডাউনের ১২তম দিনে এসেও এখনও অনেক কড়াকড়ি অবস্থানে রয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। সকাল থেকে শুরু করে রাত অবদি নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় টহল দিয়ে যাচ্ছেন। প্রশাসনের এই কঠোরতার মধ্যে দিন দিন নারায়ণগঞ্জ শহর জমজমাট হয়ে উঠেছে। জনসাধারণকে যেন কোনোভাবেই থামানো যাচ্ছে না।
এই লকডাউনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্ব নগরীর বিভিন্ন স্পটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। লকডাউন বাস্তবায়নে সর্বোচ্চ কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জে জেলা পুলিশ ৩০টি চেকপোস্ট বসিয়ে মানুষ ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করছে।
লকডাউনের শুরু থেকেই সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেটগণ কয়েকভাবে বিভক্ত হয়ে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি, আনসার ও গ্রাম পুলিশের সদস্যদের সহযোগিতায় নারায়ণগঞ্জে বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রেখেছেন। বিনা প্রয়োজনে কেউ বের হলেই তাকে কঠোরভাবে নানা জিজ্ঞাসার সম্মুখীন হচ্ছেন।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসন থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার (১২ জুলাই) নারায়ণঞ্জের ৫টি উপজেলায় লকডাউন অমান্য করায় ২৩ মোবাইল কোর্টে ১০৩ টি মামলা দেওয়া হয়েছে। এসব মামলায় দুই লাখ দুই হাজার ৩৫০ টাকা জরিমানা করা আদায় করা হয়েছে।