সকাল নারায়ণগঞ্জঃ
ইসলামী আন্দোলন বাংলাদশে নারায়ণগঞ্জ মহানগররে সভাপতি মুহা. নুর হোসাইন ও সক্রেটোরি সুলতান মাহমুদ গত বৃহস্পতবিার (৮ জুলাই) রূপগঞ্জে সজীব গ্রুপরে অঙ্গপ্রতষ্ঠিান হাসমে ফুড অ্যান্ড বভোরজেরে সজোন জুস কারখানায় বকিাল সাড়ে ৫টায় ভয়াবহ অগ্নকিাণ্ডে ৫৩ জনরে মরদহে উদ্ধাররে ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করনে। নতেৃদ্বয় বলনে, দশেরে সাধারণ খটেে খাওয়া মানুষরে জীবনরে নরিাপত্তা আজ শূন্যরেে কোঠায়। পুঁজবিাদীরা শ্রমকিদরে রক্ত চুষে বত্তিশালী হলওে তাদরে জীবনরে নরিাপত্তা দতিে র্ব্যথ। রানা প্লাজা, সজোন জুসরে কারখানা ট্র্যাজডেরি মত আর কত ঘটনা দখেতে হবে আমাদরে?
আজ ১০ জুলাই শনবিার এক প্রসে র্বাতা নতেৃদ্বয় উর্পযুক্ত কথা বলনে। নতেৃদ্বয় আরও বলনে, র্বতমানে করোনা মহামারীর কারণে যে লকডাউন চলছে অসহায় দনিমজুর মানুষ তাদরে জীবকিা নর্বিাহ করতে হমিশিমি খাচ্ছে এর মধ্যে আবার এমন ঘটনা মনেে নওেয়ার মত নয়।
অবলিম্বে নহিত ও আহতদরে পরবিারকে ন্যায্য ক্ষতপিূরণ দতিে হব।ে নহিতদরে পরবিারকে দুই লাখ ও আহতদরে ৫০ হাজার টাকা করে দওেয়া হবে বলে জানয়িছেনে শ্রম ও র্কমসংস্থান প্রতমিন্ত্রী মুন্নুজান সুফয়িান। অথচ একটি জীবনরে মূল্য কী ২ লাখ? আমরা দাবি করছ,ি সরকাররে সহায়তায় হতাহতদরে ন্যায্য ক্ষতপিূরণ দতিে হব
পরশিষে,ে নতেৃদ্বয় নহিতদরে আত্মার মাগফরিাত কামনা করনে এবং তাদরে পরবিাররে প্রতি গভীর সমবদেনা জানান।
বার্তা প্রেরক
(মুহা. বিল্লাল হোসাইন খান)
প্রচার ও দাওয়া. সম্পাদক