সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক)
করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় গত ১ জুলাই থেকে সারাদেশের মতো নারায়ণগঞ্জেও কঠোর লকডাউন চলমান রয়েছে। আর এই লকডাউন চলাকালিন সময়ে সাধারণ মানুষের অবস্থা জানতে রাস্তায় নেমেছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোস্তাইন বিল্লাহ।
বুধবার (৭ জুলাই) সকাল দিগুবাবুর বাজার এলাকায় কথা বলেন হত দরিদ্র রিকসাওয়ালা ও দিনমজুরদের সাথে। একই সাথে তিনি দিগুবাবুর বাজারও পরিদর্শন করেন। ব্যবসায়ীদেরকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার কথা বলেন।
এসময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ হত দরিদ্র রিকসাওয়ালা ও দিনমজুরদের কথা বলে জানতে চান করোনাকালিন সময়ে তার দিনকাল মেমন যাচ্ছে। তাদের দৈনন্দিন জীবনের উপার্জন কত হচ্ছে। সর্বোপরি তাদের ধৈর্য ধারণ করার অনুরোধ করেন। সোই সাথে করোনা চলাকালিন সময়ে তাদের স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিতে গুরুত্বরোপের কথা উল্লেখ করেন।
এর আগে জেলা প্রশাসক দিগুবাজার এলাকার বিভিন্ন দোকান পরিদর্শন করেন এবং ব্যবসায়ীদের সার্বিক বিষয়ে কথা বলেন। সেই সাথে কোনোভাবেই যেন স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের ব্যপারে বিচ্যুতি না ঘটে সেদিকে লক্ষ্য রাখার কথা বলেন।