সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক)
কুমুদীনি বাগানের উচ্ছেদকৃত উর্দূভাষী বিহারী ও বাঙালি ২০৭ টি পরিবারের মাঝে মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সেলিম ওসমানের নগদ অর্থ ও ত্রাণ সহায়তা বিতরণ সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে।
বুধবার (৩০ জুন) ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রুটের চাঁনমারী এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কার্যালয়ে স্বেচ্ছায় জমি ছেড়ে দেওয়া ২০৭জন শ্রমিক পরিবারের মাঝে এ অর্থ ও খাদ্য সহযোগীতা বিতরণের উদ্যোগ নেওয়া হয়।
যার মধ্যে প্রথম দিনে প্রায় ১২০জন শ্রমিক এ সহযোগীতা গ্রহণ করেছেন। বাকি যারা উপস্থিত হতে পারেনি তাদের বরাদ্দের অর্থ ও খাদ্য সামগ্রী নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর কার্যালয় থেকে সংগ্রহ করার অনুরোধ জানানো হয়।
শনিবার (৩ জুলাই) ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু, কাউন্সিলর শকুর ভলেন্টিয়ার নবী হোসেন ও কুমুদিনীর দারোয়ান নুরুজ্জামান এএ উপস্থিতিতে নতুন করে কুমুদিনীর বিহারি, বাঙালি ও হিন্দু ৫০ টি পরিবার এই ত্রান বিতরণ করা হয় ।
এমপি সেলিম ওসমানের ব্যক্তিগত তহবিল থেকে এ নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। যার মধ্যে রয়েছে প্রত্যেকের জন্য নগদ ৫ হাজার টাকা, ৫০ কেজি চাল, ১০ কেজি ডাল, ১০ কেজি আলু, ৩ কেজি পেয়াজ, ৫ কেজি আটা, ২ কেজি চিনি, ৪০০ গ্রাম গুড়ো দুধ, ২ কেজি লবন, ২০০ গ্রাম হলুদ গুড়া, ২০০ গ্রাম মরিচ গুড়া।