দেশব্যাপী সাতদিনের কঠোর লকডাউন এর চতুর্থ দিনে রোববার (৪ জুলাই) শহরে লকডাউন পরিস্থিতি তদারকি করলেন সেনাবাহিনীর মেজর।
নারায়ণগঞ্জ শহরে সর্বাত্মক লকডাউনের কড়াকড়ি অবস্থানে রয়েছে জেলা প্রশাসন, বিজিবি, সেনাবাহিনী, পুলিশ, আনসার,র্যাব। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে রয়েছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সরেজমিনে দেখা যায়, শহরের গুরুত্বপূর্ণ মোড় চাষাড়া, ২ নং রেলগেট, মেট্রো হল, খানপুরে লকডাউন কার্যকর করার জন্য চেকপোস্ট বসানো হয়েছে। এই চেক পোস্টগুলিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা, সেনাবাহিনীর বাহিনীর কড়া নজরদারি চলছে। কেউ মাক্স ছাড়া বের হলে বাধার মুখে পড়ছেন।
এমনকি জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের হলে জবাবদিহি করতে হচ্ছে। তাদের সতর্ক এবং ক্ষেত্রবিশেষে জরিমানাও করা হচ্ছে।