সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক)
র্যাবের ভ্রাম্যমাণ আদালতে মিডফোর্ড হাসপাতালের অবৈধ দালাল চক্রের ০৯ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান এবং ২ জনের বিরূদ্ধে বিভাগীয় ব্যবস্থা।
সোমবার (১৪ জুন) সকাল ১০টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত র্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আক্তারুজ্জামান ও র্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কোতোয়ালি থানাধীন স্যার সলিমুল্লাহ মেডিকেল হাসপাতাল এলাকায় মোবাইল কোর্ট কার্যক্রম সম্পন্ন করেন। এসময় ভ্রাম্যমাণ আদালত স্যার সলিমুল্লাহ মেডিকেল হাসপাতলে আগত রোগীদের বিভিন্নভাবে হয়রানি সহ রোগীদের উন্নত চিকিৎসার নামে তাদের ব্যক্তিগত লাভের আশায় প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়ার অপরাধে দালাল চক্রের ০৯ সদস্যের, মোঃ মানিক (৪০)কে ০১ মাস, মোঃ বেলাল হোসেইন (৩০)কে ০১ মাস, মো। সাইফুল (২৬)কে ২০ দিন, মোঃ হাসান (৩১)কে ১৫ দিন, মো। সুজন (৩২)কে ০১ মাস, ময়নাকে ০৭ দিন, সাথীকে ০৭ দিন, রোকসানাকে ০৭ দিন ও মর্জিনাকে ০৭ দিন করে কারাদন্ড প্রদান করেন। মিটফোর্ড হাসপাতালের ০২ স্টাফের (সরকারিকর্মচারী) বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেন।