সংবাদচর্চা পত্রিকায় মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশে সদর থানায় জিডি করেছেন সাংবাদিক জামাল তালুকদার ও তার স্ত্রী সাংবাদিক ছায়ানুর তালুকদার।
সাধারণ ডায়েরিতে (জিডি) সাংবাদিক ছায়ানুর তালুকদার বলেন, আমি হাজির হয়ে বিবাদী (১) মুন্না খান, (২) আনোয়ার হোসেনের বিরুদ্ধে এই মর্মে সাধারণ ডায়েরি করার আবেদন করছি যে, আমি পেশায় একজন সাংবাদিক। আমি সকাল নারায়ণগঞ্জ অনলাইন পোর্টাল এর সম্পাদক ও প্রকাশক। আমি বিগত ১৬ বছর যাবৎ যুগের চিন্তা, অর্থনৈতিক কাগজ ঢাকা, জন্মভূমি নারায়ণগঞ্জ ও অগ্রবাণী প্রতিদিনসহ বিভিন্ন পত্রিকায় কাজ করে আসছি। ১নং বিবাদী মুন্না খান সংবাদচর্চা নারায়ণগঞ্জ এর সম্পাদক ও ২ নং বিবাদী আনোয়ার হোসেন সংবাদচর্চা নারায়ণগঞ্জ এর বার্তা সম্পাদক হিসেবে কাজ করে। গত ০৯/০৬/২০২১ইং তারিখ অনুমান সকাল সাড়ে ৯টার সময় আমি আমার বাসায় থাকাকালে জানতে পারি যে, সংবাদচর্চা নামক পত্রিকার প্রথম পৃষ্ঠায় আমার ও আমার স্বামীর ছবি দিয়ে “১ জন রিকশাচালক আরেকজন সম্পাদক” উল্লেখ পূর্বক সংবাদ প্রকাশ করে। উক্ত সংবাদের ঘটনার বিষয়টি আমি আমার স্বামীকে জানাই এবং বর্ণিত সংবাদচর্চা পত্রিকাটি সংগ্রহ করি।
উপরোক্ত বিবাদীদ্বয় আমার ও আমার স্বামীর মানসম্মান নষ্টসহ আমাদেরকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য এরকম নিউজ করেছে। উক্ত বিবাদীদ্বয় যেকোন সময় আমাদের বড় ধরণের ক্ষতি সাধন করার সম্ভাবনা রয়েছে বিধায় আমাদের নিরাপত্তার জন্য সাধারণ ডায়েরি করা একান্ত প্রয়োজন।