1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
কর্তৃপক্ষ কথা দিল, বাইরের জুতা নিয়ে হাসপাতালে ঢুকবে না স্টাফ ও ডাক্তার - সকাল নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৩:২০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
রূপগঞ্জের জাঙ্গীর-ভিংরাবো সড়কের নির্মাণ কাজের উদ্বোধন বাংলাদেশের সম্প্রীতি বিনষ্টে মোদির ম্যাজিক কাজে আসেনি মধুখালির হত্যাকান্ডের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে প্রয়াত জন‌নেতার ১০ম মৃত‌্যুবা‌র্ষিকী‌ উপলক্ষে হাজীগঞ্জ শাহী  মসজিদে মিলাদ ও দোয়া।  আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন কালীগঞ্জে ভাইস চেয়ারম্যান(উড়োজাহাজ) প্রার্থী কর্মীদের হুমকি মদনগঞ্জে না‌সিম ওসমা‌নের মৃত‌্যুবা‌র্ষিকী‌তে- উজ্জ্বলের উদ্যো‌গে দোয়া ও খাবার বিতরণ রূপগঞ্জে প্রার্থীতার বৈধতা হরিয়েছেন সেলিম প্রধান, পাচ্ছেন না প্রতীক বরাদ্দ টিফিনের টাকায় পথচারীদের শরবত খাওয়াচ্ছে শিক্ষার্থীরা নাসিম ওসমানের ১০ম তম মৃত্যুবার্ষিকী এবং  এলাকাবাসীর জন্য দোয়া ও নেওয়াজ বিতরণ  নাসিম ওসমানের মৃত্যুবার্ষিকীতে -শাহেন শাহ ও রায়হানের উদ্যোগে দোয়া ও কাঙ্গালী ভোজ নাসিম ওসমানের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মধ্যনরসিংপুরে আনোয়ার হোসেনের উদ্যোগে দোয়া ও কাঙ্গালী ভোজ

কর্তৃপক্ষ কথা দিল, বাইরের জুতা নিয়ে হাসপাতালে ঢুকবে না স্টাফ ও ডাক্তার

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট সোমবার, ৭ জুন, ২০২১
  • ৫১ Time View
স্টাফ রিপোর্টার (আশিক): এক ভদ্রলোক বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেইসবুক পেইজের ইনবক্সের মাধ্যমে বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইংকে জানান, বরিশাল মেট্টোপলিটন এলাকায় কিছু ক্লিনিক ও প্রাইভেট হাসপাতালে আগত রোগীদেরকে বাইরের জুতা নিয়ে হাসপাতালের ভিতরে প্রবেশ করতে দেয়া না হলেও হাসপাতালের স্টাফ, নার্স ও ডাক্তারগণ ঠিকই বাইরে ব্যবহৃত জুতা নিয়ে হরহামেশা হাসপাতালের ভিতরে প্রবেশ করছেন। এর মধ্যে খ্যাতনামা কিছু প্রাইভেট হাসপাতালও রয়েছে।
তিনি লিখেছেন, “ রোগী ও স্বজনদেরকে ব্যবহৃত জুতা খুলে ভিতরে প্রবেশ করতে হয়, কিন্তু তাদের জন্য ভিতরে কোনো জুতার ব্যবস্থা নেই। আবার, এও লক্ষ্য করলাম ডাক্তার এবং এখানকার স্টাফরা সবাই তাদের বাহিরের ব্যবহৃত জুতাই ভিতরে ব্যবহার করে। সরাসরি পায়ের জুতা নিয়েই ডায়াগনস্টিক সেন্টারে প্রবেশ করে। প্রশ্ন হলো যদি খালি পায়ে প্রবেশ করাই লাগে তাহলে তো সবার ক্ষেত্রেই একই নিয়ম হওয়া উচিত নয় কি? রোগীরা যখন খালি পায়ে প্রবেশ করছে তখন প্রত্যেকে প্রত্যেকের দ্বারা সংক্রমিত হওয়ার দিকে অনেক ধাপ এগিয়ে যাচ্ছে। ডাক্তাররা এবং স্টাফরা কিন্তু ঠিকই খালি পায়ে হাঁটছে না। এতে করে রোগীর সাথে আসা স্বজনরাও ঝুঁকিতে পড়ছে কি না??” তিনি এও উল্লেখ করেন যে, এ বিষয়ে কর্তৃপক্ষকে জানালে তারা কোনো সমাধানমূলক ব্যবস্থা গ্রহণ করেনি। এর ফলে, হাসপাতালে চিকিৎসাধীন ও এখানে চিকিৎসা নিতে আসা নারী, শিশু ও বৃদ্ধ মানুষসহ সকল রোগীর বাড়তি স্বাস্থ্য ঝুঁকি তৈরী হচ্ছে।
এ বিষয়ে পুলিশের সহযোগিতা চেয়ে বার্তা প্রেরণ করেন বরিশাল মহানগরীর এক সচেতন নাগরিক। তার বার্তা পেয়ে মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং বরিশাল কোতোয়ালি থানার ওসিকে নির্দেশনা দেন সংশ্লিষ্ট ক্লিনিক ও হাসপাতাল সমূহের ম্যানেজমেন্ট-এর দায়িত্বে থাকা ব্যক্তিদের সাথে এ বিষয়ে আলোচনা করে উত্থিত অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে। ভবিষ্যতে সকলেই যেনো হাসপাতালের স্বাস্থ্যবিধি মেনে চলেন তা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হয়। এর প্রেক্ষিতে, সংশ্লিষ্ট ক্লিনিক ও হাসপাতাল সমূহের ব্যবস্থাপনার সাথে যুক্ত কর্মকর্তাদের সাথে একটি প্রত্যক্ষ আলোচনার মাধ্যমে বিষয়টির সুরাহা করা হয়। উত্থিত অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন এবং এ ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে কর্মকর্তাগণও প্রত্যয় ব্যক্ত করেন।
শ্রদ্ধা‌ন্তে
মো. সো‌হেল রানা
এআই‌জি (মি‌ডিয়া এন্ড পাব‌লিক রি‌লেশন্স)
বাংলা‌দেশ পু‌লিশ
আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL