সকাল নারায়ণগঞ্জঃ ফতুল্লায় কয়েল কারখানার নারী শ্রমিককে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের চার ঘন্টার মধে অভিযুক্ত চার ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো সুমন, আলামিন, রবিন, রাসেল।
সোমবার সন্ধ্যায় ফতুল্লার শাহজালাল রোলিং মিলের পিছনে ধর্ষণের এ ঘটনা ঘটে বলে জানা যায়। ধর্ষনের শিকার নারী আব্দুল কাদিরের কয়েল ফ্যাক্টরীতে কাজ করে বলে জানা যায়। তিনি গোগনগর ফকির বাড়ি এলাকায় ভাড়া থাকে বলে জানা যায়।
জানা গেছে, কয়েল ফ্যাক্টরীর এক
নারী কর্মচারী সোমবার সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফিরে যাওয়ার সময় রাসেল তার
পথরোধ করে। পরে রাসেল সহ অপর তিনজন তাকে ধরে নিয়ে যায় শাহাজালাল রিভারভিউ
রোলিং মিলের পিছনে। পরে সেখানে তাকে পালাক্রমে ধর্ষণ করে ধর্ষকরা। এ সময়
ধর্ষিতার আত্মচিৎকারে আশপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে।
পরে ধর্ষিতা
নারীর অভিযোগের প্রেক্ষিতে পরিদর্শক তদন্ত মিজানুর রহমানের নেতৃত্বে
পুলিশের একটি টিম তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে। পরে আসামীদের গ্রেফতার
করা হয়।
এ বিষয়ে পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, কয়েল ফ্যাক্টরীর নারী শ্রমিক কাজ শেষে বাড়ি ফেরার পথে তাকে ধরে নিয়ে যায় অভিযুক্তরা। এ নারী শ্রমিকের অভিযোগের পরই আমার নেতৃত্বে অভিযান পরিচালনা করি। এসময় ধর্ষিতা নারীর বর্ণনা মোতাবেক সন্দেহভাজন একজনকে গ্রেফতার করলে ধর্ষিতা নারী তাকে শনাক্ত করে।
পরে গ্রেফতারকৃত আসামীকে সাথে নিয়ে ৩ ঘন্টা ব্যাপক অভিযান পরিচালনা করে অপর আসামীদের গ্রেফতার করা হয়।