সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক)
নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন পশ্চিম তল্লা এলাকা থেকে ১২০০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ সাংবাদিক পরিচয় বহনকারী দু’জনকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ মাদকদ্রব নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (১২ মে) সকালে সংস্থাটির উপ-পরিদর্শক মোশাররাফ হোসেন অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন-শিবপুরের মো. মুসা মিয়ার ছেলে ও পশ্চিম ইসদাইরের এ্যালবাম র্গামেন্ট সংলগ্ন মিজান ডাক্তার এর বাড়ীর ভাড়াটিয়া সাইফুল ইসলাম সুমন (২৬) ও মুন্সিগঞ্জের খলিল সিকদারের ছেলে ও পশ্চিম দেওভাগ বাশমুখি আনোয়ার গাজীর বাড়ির ভাড়াটিয়া ইমরান হোসেন(২৩)।
তারা নিজেদেরকে বিভিন্ন পত্রিকা ও নিউজ পোর্টালের সাংবাদিক পরিচয় দিয়ে আসতেন।
এর সত্যতা নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ সামছুল আলম গণমাধ্যমকে বলেন, ধৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। আইনশৃঙ্খালা বাহিনীর নজর এড়াতে তারা বিভিন্ন কলাকৌশল অবলম্বন করেন। ধৃতরা বাংলাদেশ কথা নামক একটি অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিক বলে পরিচয় দিয়েছে।
এদিকে বিশ্বস্ত একাধিক সূত্র থেকে জানা গেছে, ধৃত সাইফুল ইসলাম সুমনের বিরুদ্ধে মাদক ব্যবসা ছাড়াও একটি হত্যা মামলা সহ নারী নির্যাতনের অভিযোগ রয়েছে। যেকারণে এমন একজন চিহ্নিত অপরাধীর হতে বাংলাদেশ কথা নামক একটি অনলাইন নিউজ পোর্টাল কর্তৃপক্ষ কিসের ভিত্তিতে এমন মহান একটি পেশার পরিচয়পত্র তুলে দিয়েছেন? এমন প্রশ্ন তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে। কেউ কেউ আবার ওই গণমাধ্যমের প্রকাশক ও সম্পাদককেও আইনের আওতায় আনার দাবি জানাচ্ছেন।