সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক)
র্যাব-৪ কর্তৃক পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে অস্বচ্ছল, অভাবগ্রস্থ এবং দুস্থ’ শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজের বিভিন্ন অপরাধের রহস্য উৎঘাটন, অপহৃত ভিকটিম উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতার, আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ সমাজের বিভিন্ন স্তরের সুবিধা বঞ্চিত ও দুস্থ’ মানুষের ভাগ্য উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, প্রাকৃতিক দূর্যোগসহ যেকোন পরিস্থিতিতে র্যাব-৪ সাধারণ মানুষের দুঃখ-কষ্টে পাশে থেকে কাজ করে আসছে। বর্তমান সময়ে মহামারি রূপ ধারণকারী চলমান করোনা ভাইরাস (কোভিড-১৯) বিস্তাররোধে নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধি, সামাজিক দূরত্ব বজায় নিশ্চিতকরণ, করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় সম্পর্কে প্রচারণা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নিমিত্তে নিয়মিত রোবাস্ট পেট্রোলিং পরিচালনার পাশাপাশি মানবিক সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছে র্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি, জনাব মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম সহ র্যাব-৪ এর সকল সদস্যবৃন্দ।
এরই ধারাবাহিকতায় আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে র্যাব-৪ এর অধিনায়ক শনিবার (৮ মে) দুপুর ৩টা থেকে বিকেল ৫ টা পযর্ন্ত সিপিসি-২ নবীননগরস্থ ক্যাম্পে উপস্থিত থেকে অস্বচ্ছল, অভাবগ্রস্থ এবং দুস্থ শ্রমিকদের মাঝে সামাজিক দূরত্ব নিশ্চিত করে চাল, ডাল, তৈল, সেমাই, চিনি এবং লবনসহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় র্যাব-৪ এর অধিনায়ক দুস্থদের সাহায্যে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান এবং তিনি বলেন র্যাবের এরুপ মানবিক সাহায্য প্রদান চলমান থাকবে।
র্যাব-৪ এর এইরুপ জনহিতকর কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা ও নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।