সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক)
রাজধানীর পল্লবী এলাকায় বিএসটিআইয়ের মান সনদহীন পণ্য বিক্রির অভিযোগে আগোরা সুপার শপ’কে ২ লক্ষ টাকা অর্থদন্ড আদায় করেছে র্যাব-৪ এর ভ্রাম্যমান আদালত।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। খুন, ডাকাতি, দস্যুতা, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেফতার এবং জঙ্গীবাদের মত ঘৃণ্যতম অপরাধের রহস্য উদঘাটনসহ নকল পণ্য ক্রয়-বিক্রয় ও তৈরী করায় মোবাইল কোর্ট পরিচালনা করে অপরাধীদের গ্রেফতার পূর্বক অর্থদন্ড আদায়ে র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।
এরই ধারাবাহিকতায় সোমবার (৩ মে) দুপুর দেড়টা হতে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত রাজধানীর পল্লবী এলাকার আগোরা লিমিটেড খাদ্য বিপনন প্রতিষ্ঠানে র্যাব-৪ এর একটি আভিযানিক দল নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আনিসুর রহমান ও বিএসটিআই, ঢাকা এর প্রতিনিধিদের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিপনন এবং বিএসটিআই এর ছাড়পত্র ও অনুমোদন ব্যতীত খাদ্যমোড়কজাতকরণে বিভিন্ন মানচিহ্নের ব্যবহার করার অপরাধে নিম্নোক্ত প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান করা হয়ঃ
আগোরা লিমিটেড এর ম্যানেজার মোঃ এমদাদুর রহমান (৩৫), জেলা- ঢাকা কে ২,০০,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
ভবিষ্যতে জনস্বাস্থ্যের সুরক্ষার্থে র্যাবের এ ধরনের ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।