রাজাধানীর যাত্রাবাড়ীতে র্যাবের বিশেষ অভিযানে চাঞ্চল্যকর বাবলু হত্যা মামলার অন্যতম আসামী গ্রেফতার।
গত সোমবার (১৯ এপ্রিল) আনুমানিক রাত সাড়ে ১০টার সময় র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন আইডিয়াল স্কুল গলি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ডিএমপি’র যাত্রাবাড়ী থানা মামলা নং ৭০, তারিখ- ১৮/০৪/২০২১ ইং, ধারা- ৩৮৫/৩০২/৩৪ পেনাল কোড (চাঞ্চল্যকর বাবলু হত্যা) মামলার অন্যতম পলাতক আসামী টেগরা সুমন (২৬) কে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, নিহত বাবলু হোসেন(৩২) স্টীল ফার্নিচার ব্যবসায়ী ছিলেন এবং কষ্টার্জিত অর্থ দিয়ে যাত্রাবাড়ী থানাধীন জেলেপাড়া সংলগ্ন মন্দির গলি এলাকায় নতুন বাড়ি নির্মান করতে চেয়েছিলেন।
উক্ত নতুন বাড়ি নির্মানকে কেন্দ্র করে ধৃত টেগরা সুমন ও অন্যান্য আসামীরা চাঁদা দাবি করে। আসামীদের দাবিকৃত চাঁদা প্রদানে বাবলু অস্বীকৃতি প্রকাশ করে। এরই প্রেক্ষিতে গত ১৭/০৪/২০২১ তারিখ বাবুল হোসেন তার নিজ বাসা থেকে বের হয়ে রিক্সাযোগে যাত্রাবাড়ী থানাধীন শহীদ ফারুক রোড যওয়ার পথে আনুমানিক রাত ৯টা ৪০ মিনিটের সময় ১২ নং গলির মাথায় পৌছানো মাত্র ধৃত টেগরা সুমন (২৬) ও অন্যান্য আসামীরা বাবুল হোসেন এলোপাথাড়ি কিল-ঘুষিসহ বাবলু হোসেনের ঘারের পিছনে সুইচ গিয়ার দিয়ে ছুরিকাঘাত করে।
পরবর্তীতে আহতাবস্থায় বাবুল হোসেনকে ঢাকা মেডিকেলে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন