সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক)
শহরে ফুটপাতে হকার উচ্ছেদ হলেও উচ্ছেদ হচ্ছে না অবৈধ পার্কিং ও অবৈধ সিএনজি স্ট্যান্ড।
শহরের চাষাড়া থেকে শুরু করে ২নং রেল গেট পর্যন্ত সকল হকারদের উচ্ছেদ করা হয়েছে। হকার উচ্ছেদের মূল কারণ হচ্ছে যানজট সৃষ্টি ও ফুটপাত দিয়ে জনগণের চলার ভোগান্তি।
কিন্তু ফুটপাতে হকার উচ্ছেদ করা হলেও যেন কমছে না সাধারণ মানুষের ফুটপাত দিয়ে চলাচলের ভোগান্তি।
চাষাড়া পপুলার ডায়াগনস্টিক সেন্টার এর নিচে দেখা যায় অনেক ঔষধ কোম্পানির লোকেরা বাইক নিয়ে ফুটপাত দখল করে বসে থাকে। এমনকি বাইকে বসে আড্ডা ও গল্পেও মেতে উঠে। এর ফলে অনেকেরই রোগী নিয়ে যেতে সমস্যা হয় আবার রোডে যানজটেরও সৃষ্টি হয়।
অপরদিকে চাষাড়া শহীদ মিনার ও সোনালী ব্যাংকের নিচে অবৈধ সিএনজি স্ট্যান্ড এর কারণে সৃষ্টি হচ্ছে যানজটের। জনগণের প্রশ্ন যদি ফুটপাতে চলাচলের জন্য হকার উচ্ছেদ করা হয়েছে তবে ফুটপাতে অবৈধ পার্কিং কেন উচ্ছেদ হচ্ছে না?