1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
নবীগঞ্জ লোহিয়ার পুলের রাস্তা যেন এক বিশাল ভোগান্তির কারণ - সকাল নারায়ণগঞ্জ
সোমবার, ০৬ মে ২০২৪, ১২:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
রূপগঞ্জের জাঙ্গীর-ভিংরাবো সড়কের নির্মাণ কাজের উদ্বোধন বাংলাদেশের সম্প্রীতি বিনষ্টে মোদির ম্যাজিক কাজে আসেনি মধুখালির হত্যাকান্ডের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে প্রয়াত জন‌নেতার ১০ম মৃত‌্যুবা‌র্ষিকী‌ উপলক্ষে হাজীগঞ্জ শাহী  মসজিদে মিলাদ ও দোয়া।  আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন কালীগঞ্জে ভাইস চেয়ারম্যান(উড়োজাহাজ) প্রার্থী কর্মীদের হুমকি মদনগঞ্জে না‌সিম ওসমা‌নের মৃত‌্যুবা‌র্ষিকী‌তে- উজ্জ্বলের উদ্যো‌গে দোয়া ও খাবার বিতরণ রূপগঞ্জে প্রার্থীতার বৈধতা হরিয়েছেন সেলিম প্রধান, পাচ্ছেন না প্রতীক বরাদ্দ টিফিনের টাকায় পথচারীদের শরবত খাওয়াচ্ছে শিক্ষার্থীরা নাসিম ওসমানের ১০ম তম মৃত্যুবার্ষিকী এবং  এলাকাবাসীর জন্য দোয়া ও নেওয়াজ বিতরণ  নাসিম ওসমানের মৃত্যুবার্ষিকীতে -শাহেন শাহ ও রায়হানের উদ্যোগে দোয়া ও কাঙ্গালী ভোজ নাসিম ওসমানের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মধ্যনরসিংপুরে আনোয়ার হোসেনের উদ্যোগে দোয়া ও কাঙ্গালী ভোজ

নবীগঞ্জ লোহিয়ার পুলের রাস্তা যেন এক বিশাল ভোগান্তির কারণ

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৮৪ Time View

সকাল নারায়ণগঞ্জ:

স্টাফ রিপোর্টার (আশিক)

নারায়ণগঞ্জ বন্দর অঞ্চলের সিটি করপোরেশনের ২৪নং ওয়ার্ডের নবীগঞ্জ বাজার থেকে লোহিয়ার পুল পর্যন্ত ৭০০ থেকে ৮০০ মিটার রাস্তা বাসিন্দাদের জন্য বিশাল ভোগান্তিতে পরিণত হয়েছে। দীর্ঘ ৫ বছর ধরে এ রাস্তা অসম্পূর্ণ হয়ে পড়ে আছে। কিন্তু এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর কিংবা সিটি করপোরেশন কর্তৃপক্ষের কোন পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায় না। ফলে বাসিন্দাদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।


শনিবার (৬ মার্চ) বিকালে সরেজমিনে দেখা যায়, ‘বর্তমানে সড়কের এ অংশটুকু ঝুকিপূর্ণ হয়ে আছে। আর ঝুঁকি নিয়েই চলাচল করছে যানবাহন। বর্তমানে সড়কের ড্রেনেজ ব্যবস্থা ঠিক করলেও তৈরি হচ্ছে বড় বড় গর্ত। এখনও গুড়িগুড়ি বৃষ্টি হলে এসব গর্তে পানি জমে থাকে। ফলে যানবাহন এসব গর্তে পড়ে উল্টে যায়। চলাচলে ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও শ্রমজীবীরা। আসছে বর্ষার সময়ে এসব গর্তে বৃষ্টির পানি জমে ভয়াবহ রুপ ধারণ করবে।


এলাকাবাসী জানান, ‘এ সড়কটি দিয়ে চৌড়াপাড়া, বক্তারকান্দি, আমীরাবাদ, উত্তর নোয়াদ্ধা, কাইওয়াখালী, নোয়াদ্ধা, নবীগঞ্জ সহ কয়েকটি ওয়ার্ডের বাসিন্দা এ সড়ক দিয়ে রাত দিন যাতায়াত করে থাকেন। যানবাহনে চলাচলের পরিবর্তে হেঁটে যাতায়াত করেন অনেকেই। এজন্য বাধ্য হয়ে বিকল্প হিসেবে নবীগঞ্জ কবরস্থান সড়ক ব্যবহার করছে। এতে বাসিন্দাদের সময় টাকা দুই অপচয় হচ্ছে। গুরুত্বপূর্ণ সড়কটি এমন অবস্থায় গত ৫ বছরের বেশি সময় ধরে পরে থাকলেও কোন উদ্যোগে নিচ্ছে না সিটি কর্পোরেশন।’


এলাকাবাসী জানান, ‘সড়কটি প্রসস্থ করার জন্য সিটি করপোরেশন দুই সাইড থেকে জমি অধিগ্রহণ করেন।

নবীগঞ্জ টি হোসেন রোডের ৪৫নং নবীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানীয় বাসিন্দা আমীর হোসেনের জায়গাতে তার মেয়ের জামাই একটা ৪ তলা ভবন তোলে যা অধিগ্রহণের ভেতর আসে দেড় ফুট।

ফলে ভবনটি ভেঙে না নিয়ে সড়কের কাজ করতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।’

নাম বলতে অনিচ্ছুক এক বাসিন্দ বলেন, ‘দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার করা হয় না। আমাদের চলাচলের খুব ভোগান্তিতে পড়তে হয়। এ রাস্তা দিয়ে কোন রিকশাও আসতে চায় না। অতিরিক্ত ভাড়া দিয়ে অন্য রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। একজন রোগী নিয়ে এ রাস্তা দিয়ে যাওয়া যায় না। এমন পরিস্থিতি হলেও দেখার কেউ নেই।’


এ বিষয়ে সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেনের মোবাইলে একাধিকবার ফোন হলে তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL