1. [email protected] : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. [email protected] : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
নবীগঞ্জ লোহিয়ার পুলের রাস্তা যেন এক বিশাল ভোগান্তির কারণ - সকাল নারায়ণগঞ্জ
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
নারায়ণগঞ্জ সদর উপজেলার ওএমএস ডিলার নিয়োগে উন্মুক্ত লটারী কার্যক্রম অনুষ্ঠিত  আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষে মতবিনিময় সভা  ”নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত নাসিক প্রশাসক’র ড্রেনেজ ব্যবস্থাপনার নির্মাণ কাজ পরিদর্শন  লুটপাট-ছিনতাই-সন্ত্রাস-চাঁদাবাজী-খুন-ধর্ষণ বন্ধে কঠোর পদক্ষেপের দাবিতে সংবাদ সম্মেলন   তথ্য প্রযুক্তির যুগে সাক্ষরতা অর্জনে ডিজিটালাইজেশন অত্যাবশ্যক। – আনন্দধাম  মানবতার মুক্তির দূত রাসূল (সা.) এর আদর্শ অনুকরণ, অনুসরণ একমাত্র মুক্তির পথ- আল্লামা সৈয়দ বাহাদুর শাহ  ঘরের মা, মসজিদের ইমামেরও নিরাপত্তা নেই : মোমিন মেহেদী মরহুম খন্দকার লুৎফর রহমান স্বপন সাহেবের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা প্রদান সোনারগাঁয়ে সাড়ে সাত’শ বছরের প্রাচীন গ্রন্থাগার সংরক্ষণের দাবিতে মানববন্ধন

নবীগঞ্জ লোহিয়ার পুলের রাস্তা যেন এক বিশাল ভোগান্তির কারণ

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ১৫৪ Time View

সকাল নারায়ণগঞ্জ:

স্টাফ রিপোর্টার (আশিক)

নারায়ণগঞ্জ বন্দর অঞ্চলের সিটি করপোরেশনের ২৪নং ওয়ার্ডের নবীগঞ্জ বাজার থেকে লোহিয়ার পুল পর্যন্ত ৭০০ থেকে ৮০০ মিটার রাস্তা বাসিন্দাদের জন্য বিশাল ভোগান্তিতে পরিণত হয়েছে। দীর্ঘ ৫ বছর ধরে এ রাস্তা অসম্পূর্ণ হয়ে পড়ে আছে। কিন্তু এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর কিংবা সিটি করপোরেশন কর্তৃপক্ষের কোন পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায় না। ফলে বাসিন্দাদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।


শনিবার (৬ মার্চ) বিকালে সরেজমিনে দেখা যায়, ‘বর্তমানে সড়কের এ অংশটুকু ঝুকিপূর্ণ হয়ে আছে। আর ঝুঁকি নিয়েই চলাচল করছে যানবাহন। বর্তমানে সড়কের ড্রেনেজ ব্যবস্থা ঠিক করলেও তৈরি হচ্ছে বড় বড় গর্ত। এখনও গুড়িগুড়ি বৃষ্টি হলে এসব গর্তে পানি জমে থাকে। ফলে যানবাহন এসব গর্তে পড়ে উল্টে যায়। চলাচলে ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও শ্রমজীবীরা। আসছে বর্ষার সময়ে এসব গর্তে বৃষ্টির পানি জমে ভয়াবহ রুপ ধারণ করবে।


এলাকাবাসী জানান, ‘এ সড়কটি দিয়ে চৌড়াপাড়া, বক্তারকান্দি, আমীরাবাদ, উত্তর নোয়াদ্ধা, কাইওয়াখালী, নোয়াদ্ধা, নবীগঞ্জ সহ কয়েকটি ওয়ার্ডের বাসিন্দা এ সড়ক দিয়ে রাত দিন যাতায়াত করে থাকেন। যানবাহনে চলাচলের পরিবর্তে হেঁটে যাতায়াত করেন অনেকেই। এজন্য বাধ্য হয়ে বিকল্প হিসেবে নবীগঞ্জ কবরস্থান সড়ক ব্যবহার করছে। এতে বাসিন্দাদের সময় টাকা দুই অপচয় হচ্ছে। গুরুত্বপূর্ণ সড়কটি এমন অবস্থায় গত ৫ বছরের বেশি সময় ধরে পরে থাকলেও কোন উদ্যোগে নিচ্ছে না সিটি কর্পোরেশন।’


এলাকাবাসী জানান, ‘সড়কটি প্রসস্থ করার জন্য সিটি করপোরেশন দুই সাইড থেকে জমি অধিগ্রহণ করেন।

নবীগঞ্জ টি হোসেন রোডের ৪৫নং নবীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানীয় বাসিন্দা আমীর হোসেনের জায়গাতে তার মেয়ের জামাই একটা ৪ তলা ভবন তোলে যা অধিগ্রহণের ভেতর আসে দেড় ফুট।

ফলে ভবনটি ভেঙে না নিয়ে সড়কের কাজ করতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।’

নাম বলতে অনিচ্ছুক এক বাসিন্দ বলেন, ‘দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার করা হয় না। আমাদের চলাচলের খুব ভোগান্তিতে পড়তে হয়। এ রাস্তা দিয়ে কোন রিকশাও আসতে চায় না। অতিরিক্ত ভাড়া দিয়ে অন্য রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। একজন রোগী নিয়ে এ রাস্তা দিয়ে যাওয়া যায় না। এমন পরিস্থিতি হলেও দেখার কেউ নেই।’


এ বিষয়ে সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেনের মোবাইলে একাধিকবার ফোন হলে তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL