সকাল নারায়ণগঞ্জ:
স্টাফ রিপোর্টার (আশিক)
রাজধানীর মিরপুরে তিন ছিনতাইকারীকে আটক করেছে র্যাব-৪।
মঙ্গলবার (২ মার্চ) রাত ৯টা ৫০ মিনিটের সময় ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন সেকশন-৬, ব্লক-বি এলাকায় কয়েকজন দুষ্কৃতিকারী ছিনতাই এর উদ্দেশ্যে কয়েকজন ঘিরে ধরলে র্যাব-৪ এর একটি আভিযানিক দল ঘটনাস্থল থেকে ০২ টি ফোল্ডিং (সুইচ গিয়ার) চাকু, ০১ টি পাঞ্চ মেশিন এবং ছিনতাইকৃত নগদ ৩,৪৪০/- টাকাসহ নিম্নোক্ত ০৩ জন ছিনতাইকারী কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ফরহাদ হোসেন (২১), জেলা-গাইবান্ধা, মোঃ ইয়াছিন আলী শান্ত (১৯), জেলা-গাইবান্ধা ও আবু বক্কর (২১), জেলা-মুন্সিগঞ্জ।
আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ ৫-৬ জনের দলবদ্ধ হয়ে রাজধানীর বিভিন্নস্থানে রাতের অন্ধকারে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, মোবাইল, স্বর্ণালঙ্কার প্রভৃতি ছিনতাই কার্যক্রম চালিয়ে আসছিলো এবং বিশেষ ক্ষেত্রে যারা জোড়াজোড়ি করত সে সকল ভূক্তভোগীকে ছিনতাইকারীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত জখম করত।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে এইরুপ অসাধু ছিনতাইকারীদের বিরুদ্ধে র্যাব-৪ এর জোড়ালো সাঁড়াসি অভিযান অব্যাহত থাকবে।