সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক)
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ১৭ প্রার্থী।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাত পৌনে ১২টায় ভোট গণনা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. শামসুল ইসলাম ভূইয়াঁ।
ফলাফল অনুযায়ী টানা ২য় বারের মতো সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুহাম্মদ মোহসীন মিয়া ও মাহবুবুর রহমান। নির্বাচনে অন্য বিজয়ীরা হলেন, সিনিয়র সহ সভাপতি পদে বিদ্যুৎ কুমার সাহা, সহ সভাপতি পদে বরুণ চন্দ্র দে, যুগ্ন সম্পাদক পদে রবিউল আমিন রনি, কোষাধ্যক্ষ পদে মনিরুজ্জামান কাজল, আপ্যায়ন সম্পাদক পদে মোঃ স্বপন ভূইয়াঁ, লাইব্রেরী সম্পাদক পদে মাহমুদুল হক মোমিন, ক্রীড়া সম্পাদক পদে সাজ্জাদুল হক সুমন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ আসাদুর রহমান বিপ্লব, সমাজ সেবা সম্পাদক পদে ইসরাত জাহান ইনা ও মানবাধিকার সম্পাদক পদে নুসরাত জাহান তানিয়া।
সদস্য পদে বিজয়ী প্রার্থীরা হলেন, রোমানা আক্তার, আবু তাহের তালুকদার, কামরুল হাসান, সিরাজুল হক মিলন ও শরিফুল ইসলাম। বিজয়ী সকলেই আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের প্রার্থী ছিলেন।
নির্বাচন উপলক্ষে এমপি শামীম ওসমান, এমপি লিয়াকত হোসেন খোকা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এড. তৈমূর আলম খন্দকার, জেলা বিএনপির সদস্য সচিব মামুন মাহমুদ সহ বড় দুটি দলের উল্লেখযোগ্য নেতৃবৃন্দ আদালতপাড়ায় নিজ প্যানেলের পক্ষে উৎসাহ যোগান। তবে নির্বাচনী ফলাফলে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের পূর্ণ প্যানেল বিজয়ী হন।