সকাল নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান বলেছেন,নারায়ণগঞ্জে যত নাটক চলতেছে তা দেখে দেখে নাটক আমিও শিখে গেছি।’ নাটক করলে আমারে একটা পার্ট দিতে হবে। নায়কের বাবা কিংবা নায়িকার বাবা দিলেও সমস্যা নাই।
শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় নগরীর কালিরবাজার এলাকায় সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে সম্মিলিত নাট্যকর্মী জোটের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান বলেন,‘মঞ্চ নাটক অনেকটা বিলুপ্তির পথে। আগে নারায়ণগঞ্জে অনেক নাটক দেখতাম। আমি নিজেও একটা নাটক করছি। গভমেন্ট গার্লস স্কুলে নাটকটা হয়েছিল। টেলিভিশনে নাটক করা খুব ইজি কারণ হলে কাট করা যায়। কিন্তু মঞ্চ নাটক খুব জটিল।’
তিনি আরও বলেন,‘আসাদুজ্জামান নূর ভাইকে বলেছিলাম,আপনি আমারে নাটকে চান্স দিলেন না। তিনি বললেন, কি নাটক করবা। আমি বললাম, যেটায় চান্স দিবেন তাই করমু। আমি নাটক খুব পছন্দ করি। নাটকের মাধ্যমেই স্বাধীনতার সংগ্রাম কথা নারায়ণগঞ্জে ছড়িয়ে দেওয়া হয়েছিল।’