1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
বিজ্ঞান মঞ্চের উদ্যোগে বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত - সকাল নারায়ণগঞ্জ
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
বৃক্ষরোপন কর্মসূচিতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণের দাবি পাবলিক প্লেসে ধূমপানের স্থান নয়, গাছ থাকা জরুরি ‎মডেল মাসুদের পক্ষে ‎দেওভোগে ক্ষতিগ্রস্থ স্কুল পরিদর্শন করলেন মনির জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বাসদের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ এই জোড়া খুনের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করার দাবী জানাচ্ছি,টিপু… স্বাধীনতা বিরোধিতার দায় এখনও বহন করছে জামায়াত — মনির কাসেমী আইনভঙ্গে বেপরোয়া সিগারেট কোম্পানি, সরকারকে কঠোর পদক্ষেপের আহ্বান দিনে ৪৪২ জনের মৃত্যু রোধে সমাবেশ ও কফিন র‍্যালি জমি নিয়ে বিরোধে স্বেচ্ছাসেবক দলের মারধরের শিকার জামায়াত নেতা জনপ্রতিনিধি হলে প্রত্যেক ওয়ার্ডে মা বোনদের জন্য কল্যাণ কার্ড করে দিয়ে যাব: টিপু  বেপরোয়া বাইক-বাস-ব্যাটারি চালিত বাহন, নেই শৃঙ্খলাপ্রতিদিন পথে ঝরেছে ১৫ প্রাণ : সেভ দ্য রোড

বিজ্ঞান মঞ্চের উদ্যোগে বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১
  • ২৮৮ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

স্টাফ রিপোর্টার (আশিক)

 বিজ্ঞান আন্দোলন মঞ্চ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডকুমেন্টারী প্রদর্শন করা হয়েছে।


বুধবার (৬ জানুয়ারি) আলী আহম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন করেন বিজ্ঞান আন্দোলন মঞ্চ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন।

এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি নারায়ণগঞ্জ শহর প্রদক্ষিণ করে। দুপুর ১২ টায় মিলনায়তনে আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর জীবনীভিত্তিক ডকুমেন্টারি প্রদর্শন এবং সন্ধ্যা ৬ টায় শেখ রাসেল পার্কে টেলিস্কোপের মাধ্যমে মহাকাশ পর্যবেক্ষণ করা হয়।


বিজ্ঞান আন্দোলন মঞ্চের নারায়ণগঞ্জ জেলার সংগঠক সুলতানা আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজের গণিত বিভাগীয় চেয়ারম্যান সহযোগী অধ্যাপক শফিক ইসলাম, বিজ্ঞান আন্দোলন মঞ্চের উপদেষ্টা বাসদ নেতা আবু নাঈম খান বিপ্লব, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি আল কাদেরী জয়, বিজ্ঞান শিক্ষক শওকত আলী, মঞ্চের নারায়ণগঞ্জ জেলার সংগঠক মোহসিনা সিথী, খায়রুল ইসলাম আকাশ, নাছিমা সরদার, রিনা আক্তার, সাইফুল ইসলাম। 

সভায় নেতৃবৃন্দ বলেন, কুসংস্কারাচ্ছন্নতা ও ধর্মান্ধতা আমাদের জাতীয় বিকাশের পথে বাঁধা। এই অন্ধতা থেকে মুক্তির পথ হল বিজ্ঞানচর্চা। ছাত্র-যুব সমাজের মেধা-মননের বিকাশের জন্য বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রয়োজন।


তারা বলেন, আমাদের দেশে বড় বড় বাজেট হয় কিন্তু শিক্ষা খাতে বরাদ্দ খুব কম। বিশ^বিদ্যালয়ের বিজ্ঞান ও গবেষণা খাতে বরাদ্দ খুবই নগণ্য। স্কুল কলেজের ল্যাবরেটরিতে বরাদ্দ নেই বললেই চলে।


নেতৃবৃন্দ বলেন, নদীমাতৃক বাংলাদেশের গর্ব নদ-নদীগুলো দূষণ হচ্ছে। শীতলক্ষা ও বুড়িগঙ্গা নদী চরম দূষণের শিকার। এগুলো এখন আর নদী নয় নর্দমায় পরিণত হয়েছে। নদী রক্ষায় সরকারের কোন কার্যকর পদক্ষেপ দেখতে পাওয়া যায় না।


শুধু তাই নয় কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে পরিবেশের মারাত্মক বিপর্যয় নিয়ে আসছে। রামপাল বিদ্যুৎ প্রকল্প আমাদের দেশের ফুসফুস সুন্দরবন ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। এ অবস্থায় বিজ্ঞানমনস্কতা, বিজ্ঞান চর্চা ও বিজ্ঞান আন্দোলন দেশকে তথা দেশের মানুষকে এই বিপর্যয়ের হাত থেকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


অনুষ্ঠানে সিথিকে সভাপতি ও সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে গঠিত ১১ সদস্যের বিজ্ঞান আন্দোলন মঞ্চের নারায়ণগঞ্জ জেলা কমিটিকে পরিচয় করে দেয়া হয়।


কমিটির সদস্যরা হলো সহসভাপতি খায়রুল ইসলাম আকাশ, যুগ্ন সম্পাদক নাসিমা আক্তার, সাংগঠনিক সম্পাদক রিনা আক্তার, অর্থ সম্পাদক শিহাব মৃধা, দপ্তর সম্পাদক তৃষা সাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুসরাত জাহান নিঝুম, সদস্য আতিফা আক্তার মিম, মাহাথির মোহাম্মদ অর্ক ও ইফাজ আহাম্মেদ।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL