সকাল নারায়ণগঞ্জঃ
খৃিষ্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভবড়দিন উপলক্ষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের পক্ষে সকল কে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।
শুক্রবার (২৫শে ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু সড়কে সাধুপৌলের গির্জা ও সিরাজদৌলা সড়কে অবস্হিত ব্যাপিষ্ট চার্জে খৃষ্টান ধর্মালম্বীর মানুষদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন নেতৃবৃন্দ।
এ সময় হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের জেলার সাধারণ সম্পাদক প্রদিপ কুমার দাস বলেন মানব কল্যানের জন্য যিশুখৃষ্ট শান্তির বানী রেখে গেছেন,আমরা যদি যিশুখৃষ্ট রেখে যাওয়া বানী মোতাবেক মেনে চলি আমাদের মধ্যে ধর্ম বর্ন কোনো বিবেধ থাকবে না। তিনি আরও বলেন আমরা সকলে মিলেমিশে একসাথে বসবাস করবো, আমাদের এই বাংলাদেশ অসম্প্রদায়ীক চেতনার বাংলাদেশ।
হাজার হাজার বছর আগে যিশুখৃষ্ট আলোকিত করেছিলেন এই শুভদিনে পৃথিবীকে। বাংলাদেশে ধর্মবর্ন মিলেমিশে সমান অধিকার নিয়ে বসবাস করবো। কুমারী মাতা মেরির কোলে তার জন্ম হয়েছিলো খৃষ্ট ধর্মের প্রবর্তক হিসেবে। তার দেখানো ন্যায়নিতির আদর্শিক পথঅনুসরন করলে সমাজে শান্তি ফিরে আসবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাধারণ শাখা) মোঃ শফিউল ইসলাম, সদর থানার ওসি মোঃ শাহ্ জামান, এছাড়াও আরও উপস্থিত ছিলেন মহানগরের সভাপতি লিটন চন্দ্র পাল, ফতুল্লা থানা কমিটির সভাপতি রন্জিত মন্ডল, ভোজন দাস, ব্যাপিষ্ট চার্চের সভাপতি সৌরভ দেউড়ীও, সাধারণ ফ্রান্চিলয়া গমেজ,পালক লিউনাস, বিঠায় রায় চার্লস সৌমিত্র দেউড়ীও প্রমুখ।