1. [email protected] : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. [email protected] : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
নারায়ণগঞ্জে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন - সকাল নারায়ণগঞ্জ
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
সাব্বীর আলম হত্যা মামলায় জাকির খানের খালাসের বিষয়ে সলামের আদালতে যুক্তিতর্ক উপস্থাপন আল আরাফাহ ইসলামি কিন্ডার গার্টেন পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের বিদায় উপলক্ষে দোয়া ও মেধা শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান  সাহিত্য-সংস্কৃতি কখনো ধর্মান্ধ হয় না মমিনউল্লা ডেভিডের ২০তম মৃত্যুবার্ষিক উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল এর আয়োজন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মো: শাকিল (২৬) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নারায়ণগঞ্জে ২৭ যানবাহন জব্দ, ২৯ মামলায় লাখ টাকা জরিমানা ১০ দিন যাবৎ নিখোঁজ ঝর্ণা বিশ্বাস সন্ধান চায় পরিবার  বশিষে উদ্দশ্যেে র্গামন্টেস শ্রমকি ফ্রন্টরে নতেৃবৃন্দরে নামেবভ্রিান্তকির সংবাদ প্রকাশরে প্রতবিাদ সংখ্যানুপাতিক হার (পিআর) পদ্ধতিতে নির্বাচনের দাবি ইসলামী আন্দোলন বাংলাদেশ ফ্যাসিস্ট ও সন্ত্রাসীদের পুনর্বাসন দেশের জনগণ মেনে নিবে না

নারায়ণগঞ্জে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০
  • ১৪২ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

স্টাফ রিপোর্টার (আশিক)

নারায়ণগঞ্জে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 


বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বেলা ১২টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল খাগড়াছড়ি থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন। নারায়ণগঞ্জসহ আরও পাঁচটি জেলায় ই পাসপোর্ট সেবা শুরু হয়েছে। এ উপলক্ষে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সীমিত পরিসরে অনুষ্ঠানের আয়োজন করা হয়।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, বহির্গমন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এটিএম আবু আসাদ, ই-পাসপোর্ট এর অতিরিক্ত প্রকল্প পরিচালক কর্ণেল জুলফিকার আলী, উপপরিচালক লে. কর্ণেল শরীফুল ইসলাম, জেলা প্রশাসক জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোহাম্মদ শফিউল ইসলাম, নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মাহমুদুল হাসান, উপসহকারী পরিচালক মিজানুর রহমান প্রমুখ।


এ সময় সাংসদ শামীম ওসমান বলেন, ‘আমরা একটি আধুনিক বাংলাদেশে পৌছাচ্ছি। আমি যেটা বুঝি আমাদের দেশে জঙ্গিবাদ এবং অন্য দেশের মানুষ আমাদের দেশের পাসপোর্ট ব্যবহার করে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করার যে অপপ্রয়াস চালায়, এই কার্যক্রমের মাধ্যমে এটাকে আমরা রোধ করতে পারবো।’
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আজকে আমরা অত্যন্ত খুশি হতাম যদি স্বরাষ্ট্রমন্ত্রীকে এখানে পেতাম। আমি তাকে ব্যক্তিগতভাবে ভালোবাসি।

উনি স্বাধীনতা যুদ্ধের সময় যুদ্ধ করেছেন, লড়াই করেছেন। এবং সেই লড়াই আজও করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর আতর্শের স্বাধীন, সার্বভৌম বাংলাদেশকে যদি হঠাৎ করে কেউ সাম্প্রদায়িকতার দিকে নিতে চায় সেই সময় যারা দিক নির্দেশনা দেন তাদের মধ্যে তিনি একজন অন্যতম ব্যক্তিত্ব।’


গত ৮ নভেম্বর সাইনবোর্ড এলাকায় নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের নিজস্ব ভবনে যাওয়ার পর ২৪ ডিসেম্বর থেকে ই-পাসপোর্ট সেবা শুরু হলো।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL