1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
ফ্রোজেন শোল্ডার সমাচার - সকাল নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৫:১১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
নাসিম ওসমানের মৃত্যুবার্ষিকীতে -শাহেন শাহ ও রায়হানের উদ্যোগে দোয়া ও কাঙ্গালী ভোজ নাসিম ওসমানের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মধ্যনরসিংপুরে আনোয়ার হোসেনের উদ্যোগে দোয়া ও কাঙ্গালী ভোজ নাসিম ওসমানের ১০ম মৃত্যুবার্ষিকী পালন করলো হাবীব কমপ্লেক্স ফেডারেল কমিটি  প্রয়াত সাংসদ নাসিম ওসমানের কবরেদোয়া করলো মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা স্কুল পর্যায়ে গনিত কুইজ পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ফরিদপুরের দুই শ্রমিকের হত্যাকারীকে গ্রেফতার করতে না পারাটা রহস্যজনক না‌সিম ওসমা‌নের ১০ম মৃত‌্যুবা‌র্ষিকী‌তে ‌ডিআইটি‌তে মোঃ ম‌নির হো‌সেনর উদ্যো‌গে  দোয়া ও খাবার বিতরণ না‌সিম ওসমা‌নের ১০ম মৃত‌্যুবা‌র্ষিকী‌তে- সোলায়মান সা‌নির উদ্যো‌গে মিলাদ, দোয়া ও খাবার বিতরণ নাসিম ওসমানের ১০ম মৃত্যুবার্ষিকী কবর শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে বিভিন্ন কর্মসূচীতে যোগদান আজমেরী ওসমান নাসিম ওসমানের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বগাড়ি চালক মাঝে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ

ফ্রোজেন শোল্ডার সমাচার

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ১২৮ Time View

সকাল নারায়ণগঞ্জ অনলাইন ডেস্কঃ

হঠাৎ অনেকের কাঁধে ব্যথা হতে দেখা যায়। হাত একটু নাড়াচাড়া করলেই ব্যথা আরও বাড়তে থাকে। শীতকালে অনেক ব্যথার মতো এই সমস্যাও বেড়ে যায় অনেকের। আবার দীর্ঘদিন যাঁর ভারী জিনিস টানার অভ্যাস নেই, তিনি হঠাৎ তা করলে এই সমস্যা দেখা দিতে পারে। এটি ফ্রোজেন শোল্ডার নামে পরিচিত।

নিয়মিত ব্যায়ামের মাধ্যমে ফ্রোজেন শোল্ডার ঠিক করে ফেলা যায়। ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের হেলথ ক্লাবের ফিটনেস ট্রেইনার আনোয়ার করিম বলেন, ‘যাঁদের ফ্রোজেন শোল্ডারের সমস্যা থাকে, তাঁরা নিয়মিত কিছু ব্যায়ামের মাধ্যমে এটা ঠিক করে নিতে পারেন। ফিজিওথেরাপির মাধ্যমেও এই ব্যথা ঠিক করা যায়। আমি কয়েকটি প্রাথমিক ব্যায়াম দেখাচ্ছি, যা দিয়ে শুরু করতে পারেন। এরপর ধীরে ধীরে বাড়াতে হবে ব্যায়ামের ধরন।’

১. শুরুতে দুই হাত একটু নাড়িয়ে নিন। এবার স্ট্রেচিং করুন। ডান হাত বাঁকা করে তার মধ্যে বাঁ হাত দিয়ে টান টান করার চেষ্টা করুন। একইভাবে বাঁ হাত দিয়ে ডান হাতে করুন। প্রতিবার কমপক্ষে ২০ সেকেন্ড করে ৩-৫ বার করুন।

২. এরপর খালি হাতে ব্যায়াম করতে হবে। দেয়ালে মাথা ঠেকিয়ে দেয়ালের সঙ্গে হাত ওপর থেকে নিচে তুলুন, আবার নিচ থেকে ওপরে আনুন। এভাবে করুন ১০-১৫ বার।

৩. ছোট আকারের কিছু ডাম্বেল আছে, যা সাধারণত দুই থেকে তিন পাউন্ড ওজনের। এমন দুটি ডাম্বেল দুই হাতে নিয়ে তিন-পাঁচ সেট করুন।

৪. সবশেষে শোল্ডার ফ্রেশ পর্বে আসবেন। যেখানে যন্ত্রের সাহায্যে হাত ব্যবহার করে ওজন তুলতে হবে। তবে কারও হাতে ব্যথা থাকলে এ ধরনের ব্যায়াম তিনি করবেন না। শোল্ডার ফ্রেশ পর্ব শুরু করতে পারেন ২০ পাউন্ড ভারোত্তোলন দিয়ে। তবে কাঁধের অবস্থার উন্নতি হলে এই ওজন বাড়াতে পারবেন ধীরে ধীরে। এটি করতে হবে কমপক্ষে তিন সেট। সাধারণত ১২-১৫ বার উত্তোলনে এক সেট হয়।

কৃতজ্ঞতা: হেলথ ক্লাব, হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেল, ঢাকা

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL