সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক)
ফতুল্লা থানার বক্তাবলি ইউনিয়নে অভিযান চালিয়ে ৩টি ইট ভাটাকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (২১ ডিসেম্বর) ইটের পরিমাপে কম থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ কর্তৃক জরিমানা করা হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান অভিযান পরিচালনা করেন।
জানা যায়, বক্তাবলী ব্রিকস কে ৫০,০০০ টাকা, মা ব্রিকস ফিল্ড ৫০,০০০ টাকা, ও তোহা ব্রিকস ম্যানুফেকচার কে ৫০,০০০ টাকা, মোট ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।