1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
অনুকুল ঠাকুর মানুষকে পরমাত্মার প্রেমে আবদ্ধ করেছিলেন- হাসিনা রহমান সিমু - সকাল নারায়ণগঞ্জ
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
বৃক্ষরোপন কর্মসূচিতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণের দাবি পাবলিক প্লেসে ধূমপানের স্থান নয়, গাছ থাকা জরুরি ‎মডেল মাসুদের পক্ষে ‎দেওভোগে ক্ষতিগ্রস্থ স্কুল পরিদর্শন করলেন মনির জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বাসদের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ এই জোড়া খুনের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করার দাবী জানাচ্ছি,টিপু… স্বাধীনতা বিরোধিতার দায় এখনও বহন করছে জামায়াত — মনির কাসেমী আইনভঙ্গে বেপরোয়া সিগারেট কোম্পানি, সরকারকে কঠোর পদক্ষেপের আহ্বান দিনে ৪৪২ জনের মৃত্যু রোধে সমাবেশ ও কফিন র‍্যালি জমি নিয়ে বিরোধে স্বেচ্ছাসেবক দলের মারধরের শিকার জামায়াত নেতা জনপ্রতিনিধি হলে প্রত্যেক ওয়ার্ডে মা বোনদের জন্য কল্যাণ কার্ড করে দিয়ে যাব: টিপু  বেপরোয়া বাইক-বাস-ব্যাটারি চালিত বাহন, নেই শৃঙ্খলাপ্রতিদিন পথে ঝরেছে ১৫ প্রাণ : সেভ দ্য রোড

অনুকুল ঠাকুর মানুষকে পরমাত্মার প্রেমে আবদ্ধ করেছিলেন- হাসিনা রহমান সিমু

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ৩৪৮ Time View


সকাল নারায়ণগঞ্জ:

অদ্য ১৮ ডিসেম্বর,২০২০, রোজ শুক্রবার,  সন্ধ্যা ৬.০০ ঘটিকায়  শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্র সৎসঙ্গ  নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে শ্রী শ্রী গৌর নিতাই আখড়া, পালপাড়া, দেওভোগে ভাবগাম্ভীর্য পূর্ণ পরিবেশে এক বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়। 


উক্ত প্রার্থনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনন্দধামের নির্বাহী চেয়ারম্যান হাসিনা রহমান সিমু। 

এ সময় হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ গুরু ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 


আনন্দধামের নির্বাহী চেয়ারম্যান হাসিনা রহমান সিমু তার বক্তব্যে বলেন, শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্র বলতেন, ভগবান সবার কাছে সমান। আমরা ভগবানকে ততখানি পাই যতখানি ভক্তি অনুরাগে তার দিকে অগ্রসর হই। আলোর কাছে যত যাব তত আলো অনুভব করব ও তাপ পাব।


হাসিনা রহমান সিমু  আরো বলেন, পরম প্রেমময় অনুকুল চন্দ্র ঠাকুর জীবনের দুঃখ দুর্দশা থেকে মুক্তি দিতেই মানুষকে পথ বাতলেছেন। ঠাকুর অনুকূল চন্দ্র এমনি পরম ভক্ত ছিলেন যে, তার সারা জীবনের সকল কর্ম, বলা, চলা সকল কিছুইকেই ভগবানের কৃপা বলে মনে করতেন। তিনি সকলকে বুঝাতেন ভগবানের সাথে আমাদের সম্পর্ক কতটুকু। অনুকুল ঠাকুর মানুষকে পরমাত্মার প্রেমে আবদ্ধ করেছিলেন।


তিনি মানুষকে ভালবাসার রাস্তা দেখিয়েছেন। তিনি ব্রহ্মকে সঠিক অর্থেই উপলব্ধি করেছিলেন তিনি। প্রতিষ্ঠা করেছিলেন সৎসঙ্গ।তিনি ছিলেন মানবতার অগ্রদুত। 


হাসিনা রহমান সিমু সবাইকে আহবান জানান, মনের বিশ্বাসে প্রেমময় ঠাকুরের অনুসরণ করুন তাহলেই আপনি পাবেন জাগতিক সুখ।


শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ভক্তবৃন্দ,  ছাড়াও এই মহতি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- আনন্দধাম সনাতনের সভাপতি শ্যামল দত্ত, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা, আনন্দধামের পরিচালকবৃন্দের মধ্যে মতিউর রহমান মুক্তি,  রনজিৎ পোদ্দার রাজা মিয়া, নারায়ণ চন্দ্র দাস, গবিন্দ, গৌতম, রতন সাহা, হরি চরন সাহা, খোকন মিয়া প্রমুখ।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL