সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক)
ধামরাই থানাধীন ধুলিভিটা এলাকায় জুয়ার আসর হতে ১৫ জন জুয়ারীকে গ্রেফতার করেছে র্যাব-৪।
শনিবার (০৫ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, অবৈধভাবে ধামরাই থানাধীন ঢুলিভিটা বাসষ্ট্যান্ড এলাকায় কিছু অসাধু লোকজন জুয়া খেলার আয়োজন করে এলাকার যুব সমাজকে নষ্ট করছে।
এরুপ সংবাদের ভিত্তিতে শনিবার (৫ ডিসেম্বর) রাত ১১টা ৩০ মিনিটের সময় র্যাব-৪ এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে জুয়ার আসর হতে জুয়া খেলার প্লেয়িং কার্ড (তাস)-০৩ সেট, মোবাইল-১৫ টি এবং জুয়ার নগদ-২৮,৬৮০/- টাকাসহ ১৫ জন জুয়াড়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সমর্থ হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মোঃ শামীম(৫৫), জেলা- ঢাকা, মোঃ সুমন আলী(৩২), জেলা- নীলফামারী, মোঃ ফিরোজ কবীর(৩৫), জেলা- ঢাকা, মোঃ মোস্তফা(২৫), জেলা- ফেনী, মোঃ তোবারক হোসেন(৩২), জেলা- ফেনী, মোঃ কালাম(৩৫), জেলা- ঢাকা, মোঃ বাবুল(৪৮), জেলা- ঢাকা, মোঃ হান্নান(৪০), জেলা- ঢাকা, মোঃ হাছানুর(৩০), জেলা- যশোর, মোঃ মতিউর রহমান(৪০), জেলা- ঢাকা, মোঃ বাবুল হোসেন(৩৫), জেলা- ঢাকা, মোঃ রনি(৩৫), জেলা- রংপুর, মোঃ সাইফুল(৫০), জেলা- ঢাকা, মোঃ আশিকুর রহমান(৪৫), জেলা- ঢাকা ও মোঃ জামাল(৩৫), জেলা- ঢাকা ।
গ্রেফতারকৃত আসামীরা উক্ত অভিযোগের সত্যতা স্বীকার করার পাশাপাশি তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরণের জুয়ার আসর পরিচালনা করে জুয়া খেলে আসছিলো।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে নিয়মিত জুয়া আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে র্যাব-৪ এরুপ জুয়া বিরোধী বিশেষ নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে।