সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (আশিক)
বস্ত্র ও পাট মন্ত্রী বীরপ্রতীক গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের অর্থায়নে নির্মিত নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ৬ তলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার ( ৩০ নভেম্বর) বিকালে নারায়ণগঞ্জ -১ ( রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক ৬ তলার উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন , নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা:সেলিনা হায়াত আইভী, নারায়ণগঞ্জ -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন, পুলিশ সুপার মো: জায়েদুল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এড. মাহাবুবুর রহমান মাসুম, সানাধারণ সম্পাদক সবুজসহ অনেকে।
এছাড়া নারায়ণগঞ্জ -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবুর দেয়া প্রেসক্লাবের লিফট উদ্বোধন করা হয়।
পরে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানজনক স্বাধীনতা পুরস্কার (২০২০) পাওয়ায় নারায়ণগঞ্জ -১ ( রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের পক্ষে থেকে শুভেচ্ছা জানানো হয়। এসময় মন্ত্রীকে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।