সকাল নারায়ণগঞ্জঃ
কারাতে প্রশিক্ষন ক্যাম্প এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সদর উপজেলার ফতুল্লায় বিকেল ৪টায় শামসুজ্জোহা ক্রিড়া কমপ্লেক্সে এ প্রশিক্ষন ক্যাম্প এর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কারাতে ফেডারেশন এর সভাপতি, দুদক কমিশনার ড. মোজাম্মেল হক খান।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কারাতে শুধুমাত্র একটি খেলাই নয় বরং নিজের আত্মরক্ষার জন্যেও কারাতের প্রয়োজন। আমাদের প্রত্যেকের উচিত কারাতের প্রশিক্ষন নেয়া।
এর ফলে নিজের আত্মরক্ষা সহ আমাদের স্বাস্থ্যের জন্যেও উপকারী। কারাতে এমন একটি খেলা যেখানে পোষাক ছাড়া অন্য কোন কিছুর দরকার হয় না। বর্তমান সরকার অন্য সরকারের তুলনায় খেলাধুলায় বেশী পৃষ্ঠপোষকতা করেছে।
তাই আমাদের উচিত আরো বেশি করে চর্চা করা।
জেলা ক্রিড়া সংস্থার সভাপতি, জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ জায়েদুল আলম, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু, বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহ-সভাপতি মোঃ শাহজাদা আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সেলিম রেজা, পুলিশ সুপার ক’ অঞ্চল মেহেদি ইমরান সিদ্দিক, ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন প্রমুখ।